
.
অনেকের মতে, চন্দ্রিকা হাতুরুসিংহের মনের কোনে তরুণদের জন্য আলাদা একটা জায়গা আছে। সিনিয়রদের সঙ্গে তার আগের পর্বের বিরোধটাও আলোচনায়। দ্বিতীয়বার বাংলাদেশের কোচ হয়ে সে সব ‘অপবাদ’ বলে উড়িয়ে দিয়েছেন টাইগারদের লঙ্কান কোচ। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টি২০ সিরিজ জয় দিয়ে শুরু হয়েছে লাকি হাতুরুর প্রত্যাবর্তনের অধ্যায়। রেশ না কাটতেই আজ শুরু আয়ারল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজ। সেখানে আফিফ হোসেন ধ্রুব বাদ পড়লেও জাকির হাসানের চোটে শেষ মুহূর্তে নেওয়া হয়েছে রনি তালুকদারকে। যে রনির বয়স ৩২, জাতীয় জার্সিতে ফিরেছেন আট বছর পর। এমন একজনকে বেঁছে নেয়ার কারণ মানসিকতা। চট্টগ্রামে প্রথম টি২০তে তার ইনিংসের স্থায়িত্ব ছিল ১৬ মিনিট। ১৪ বলে ২১ রানের পথে চার ৪টি। বিশ্বসেরা বোলিংয়ের বিপক্ষে রনির আগ্রাসনটাই হাতুরুর মনে ধরেছে। পাশাপাশি এই সিরিজের দল থেকে বাদ পড়া অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ যে একেবারে ভাবনার বাইরে চলে যাননি, সেটিও জানিয়েছেন বাংলাদেশ কোচ।
‘আমাকে সে (রনি) দারুণভাবে মুগ্ধ করেছে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি২০র কথা যদি মনে করেন, সে যেভাবে শুরু করেছিল, সেটিই আমাদের মোমেন্টাম এনে দিয়েছিল। ওর শরীরী ভাষা দেখে এবং পরে কোচিং স্টাফ ও ক্রিকেটারদের কয়েকজনের সঙ্গে কথা বলে দেখেছি, আমাদের মানসিকতায় সবাই অবাক হয়েছে এবং শুরুটা তার মাধ্যমেই হয়েছিল। রান আর উইকেটের চেয়ে আমি মানসিকতা বেশি দেখি। পারফরম্যান্সে ওঠা-নামা থাকেই, কিন্তু ক্রিকেটাররা যদি শক্তিশালী মানসিকতার ছাপ রাখে, ঘরোয়া ক্রিকেটে যেভাবে খেলে, সেই মানসিকতা মেলে ধরতে পারে, আমরা সেটিই চাই।’ সিলেটে আজ আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে সামনে রেখে শুক্রবার সংবাদ মাধ্যমকে এ কথা বলেন হাতুরু। ইংলিশদের বিপক্ষে সেদিন চট্টগ্রামে ১৫৭ রানের চ্যালেঞ্জ তাড়ায় প্রায় এক দশক পর ফেরা রনিই বাংলাদেশের ইনিংসের সুর বেঁধে দিয়েছিলেন। প্রথম ওভারে স্যাম কুরানের বলে বাউন্ডারি মারেন তিনি, পরের ওভারে ক্রিস ওকসকে দুটি। এরপর বাউন্ডারি মারেন জোফ্রা আর্চারকেও। তাতেই উবে যায় শুরুর সেই অস্বস্তি। আত্মবিশ্বাস ছড়িয়ে যায় গোটা দলে। অভিষেকে তরুণ তৌহিদ হৃদয় ২৪ রানের ইনিংসে মারেন ২ চার ও ১ ছক্কা। রনির মতো ওয়ানডে অভিষেকের অপেক্ষা আছেন তিনিও।
পঞ্চাশ ওভারের লিস্ট-এ ক্যারিয়ারে কিংবা ডিপিএলে আহমরি কোনো পারফরম্যান্স নেই, এরপরও ইংল্যান্ডের বিপক্ষে প্রত্যাবর্তনের তিন টি২০তে রনির ভয়ডরহনী মানসিকতাই হাতুরুকে মুগ্ধ করেছে।
ঢাকায় পরের দুই ম্যাচে করেন ৯ ও ২৪ রান। ওদিকে নির্বাচকরা বলছেন বাদ নয়, বিশ্রাম দেয়া হয়েছে মাহমুদুল্লাহকে। তবে এ নিয়ে গত কয়েকদিন বেশ আলোচনা দেশের ক্রিকেটে। কোচ হাতুরু কণ্ঠেও নির্বাচকদের মতো একই সুর, ‘সে (মাহমুদুল্লাহ) বাদ পড়েনি। সময় কম, আমরা সবাইকে দেখতে চাইছি, প্রস্তুত করে নিতে চাইছি।’