ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

অ্যালগরিদমমে বীজ বুনে ভুট্টা ক্ষেতে মেসির ছবি!

প্রকাশিত: ১৬:২৯, ১৯ জানুয়ারি ২০২৩

অ্যালগরিদমমে বীজ বুনে ভুট্টা ক্ষেতে মেসির ছবি!

জমিতে মেসির ছবি। সংগ্রহ ইন্টারনেট থেকে

কাতার বিশ্বকাপ শেষ। এক মাস হলো। তারপরও আর্জেন্টাইনদের উদযাপনের রেশ এখনও কাটেনি।

বিশ্বকাপ জেতার জন্য অধিনায়ক লিওনেল মেসিকে বিশেষভাবে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন আর্জেন্টিনার কৃষক মাহিমিলিয়ানো স্পাইনাস। ১২৪ একরের ভুট্টা ক্ষেতে বিশেষ কায়দায় বীজ বুনে মেসির ছবি এঁকেছেন তিনি।

সেন্ট্রাল কর্দোভা প্রদেশের লস কন্দোরেস মাঠটি অ্যালগরিদম ব্যবহার করে বপন করা হয়েছে বীজ। তাতে ভুট্টা ফলে উঠলে মেসির দাঁড়িভর্তি ছবিটি বিশাল আকৃতি পায়।

বিশ্বের অন্যতম প্রধান কৃষি উৎপাদনকারী দেশ হিসেবেও পরিচয় আছে আর্জেন্টিনার। পুরো বিশ্বে ভুট্টার তৃতীয় বৃহত্তম রপ্তানি কারক দেশও এটি। কৃষিই তাদের প্রধান চালিকাশক্তি।  

মাহিমিলিয়ানো স্পাইনেস সিদ্ধান্ত নিলেন ভুট্টা ক্ষেতে মেসির একটি ছবি ফুটিয়ে তুলবেন। অ্যালগরিদম অনুযায়ী, রোপণ করেন বীজ। মেসির বিশাল আকৃতির এই ছবি এখন মহাকাশ থেকেও দেখা যায়। 

মাহিমিলিয়ানো বলেন, আমার কাছে মেসি হলো অপ্রতিরোধ্য। এখন বিশ্বচ্যাম্পিয়ন। ভুট্টা ফসলের মাধ্যমে এটা প্রকাশ করতে পেরে আমি আনন্দিত। 

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×