ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডের কাছে ৪৮ রানে হার, একাই খেলল সাকিব

প্রকাশিত: ১১:৫০, ১২ অক্টোবর ২০২২

নিউজিল্যান্ডের কাছে ৪৮ রানে হার, একাই খেলল সাকিব

ব্যাট করছেন সাকিব

ত্রিদেশীয় সিরিজে আজ বাঁচামরার লড়াইয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৪৮ রানে হেরেছে বাংলাদেশে। ফলে ত্রিদেশীয় সিরিজে ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেলো টাইগারদের।

২০ ওভারে নিউজিল্যান্ডের দেওয়া ২০৯ রানের টার্গেটে খেলতে নেমে ৭ উইকেটে ১৬০ রানে থমকে যায় বাংলাদেশের ইনিংস। দলের হয়ে ৪৪ বলে সর্বোচ্চ ৭০ রান করেন সাকিব আল হাসান। 

আজকের ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ২০৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামলে অ্যাডাম মিলনের বলে বোল্ড হয়ে ১২ বলে ১১ রান করে বিদায় নেন শান্ত। এরপর বেশিক্ষণ টিকতে পারলেন না লিটনও। ব্রেসওয়েলের বলে ১৬ বলে ২৩ রান করে সাজঘরে এই ওপেনার। বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারিয়েছে ৪৭ রানে।

ক্রিজে এরপর কেউ সোজা হয়ে দাঁড়াতেই পারেননি। সৌম্য সরকার ফিরে যান ২৩ রানে, আফিফ ৪ রানে, নুরুল হাসান ২ রানে, ইয়াসির আলী ৬ রানে। তবে পুরো ম্যাচজুড়ে একাই খেলেছেন সাকিব। ৮টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৪৪ বলে ৭০ রান করেন সাকিব। 

এদিকে, বাংলাদেশে বোলিংয়ে দেখা যায়নি কোনো চমক। প্রতি ম্যচের মতই এই ম্যাচেও সবাই রান দিয়েছেন হাত খুলে।  

এমএইচ

×