ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

দুপুরে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে সাকিবরা

প্রকাশিত: ১০:৩৮, ৯ অক্টোবর ২০২২; আপডেট: ১০:৫৪, ৯ অক্টোবর ২০২২

দুপুরে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে সাকিবরা

টিম বাংলাদেশ

ত্রিদেশীয় টি-টোয়েন্টিতে আজ স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে সাকিবরা। বাংলাদেশ সময় দুপুর ১২টায় ম্যাচটি শুরু হবে। খলাটি টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।

এর আগে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। তকে ওই ম্যাচে দলে থাকলেও খেলতে নামেননি সাকিব আল হাসান। আজ তার খেলার কথা রয়েছে বলে জানা গেছে। 

এদিকে, গত বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে গত পাঁচ ম্যাচে এগিয়ে রয়েছে টাইগাররা। তবে সে সময়ে বাংলাদেশ দল বর্তমানের চেয়ে ছিল আরও শক্তিশালী। নেই মাশরাফি, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহর মতো খেলোয়াররা। তাই আজকের ম্যাচ নিয়ে শঙ্কিত রয়েছে দর্শকরাও। 

নিউজিল্যান্ডের স্কোয়াড: কেন উইলিয়ামসন, ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেন ক্লিভার, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, ইশ সোধি, টিম সাউদি, ব্লেয়ার টিকনার।

বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান, আফিফ হোসেন, এবাদত হোসেন, হাসান মাহমুদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, নুরুল হাসান, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, ইয়াসির আলী।

এমএইচ

×