
রাসেল
টি২০ বিশ্বকাপের আগের সাত আসরের দুটিতেই চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ২০১২ ও ২০১৬ দুই বারই শিরোপাজয়ী দলের গর্বিত সদস্য আন্দ্রে রাসেল। কিন্তু বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি২০ খেলে বেড়ানো অলরাউন্ডার অনেকদিন নিজেকে জাতীয় দলের বাইরে সরিয়ে রেখেছেন। উইন্ডিজ কোচ ফিল সিমন্স সম্প্রতি আফসোস করে বলেন, দেশের হয়ে খেলার জন্য কাউকে তো আর হাত-পা ধরা সম্ভব নয়।
এবার তারই প্রতিক্রিয়ায় অভিজ্ঞ এ পেস বোলিং-অলরাউন্ডার জানালেন, এখনও আরও দুটি বিশ্বকাপজয়ের স্বপ্ন দেখেন তিনি, ‘এখন আর বিষয়টা এমন না যে, আমি সবকিছু নতুনভাবে শুরু করতে পারব। আমার বয়স এখন ৩৪ এবং শেষ করার আগে আমি আরও একটি বা দুইটি বিশ্বকাপ জিততে চাই।
আমি এখন যেখানে দাঁড়িয়ে সেখান থেকে দিন ধরে ধরে ভাবছি।’ ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে দ্য হান্ড্রেড খেলতে ইংল্যান্ডে রয়েছেন রাসেল। যেখানে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামিকে দেয়া সাক্ষাতকারে রাসেল বলেন, ‘অবশ্যই! (ওয়েস্ট ইন্ডিজের) মেরুন জার্সিই আমার কাছে সবকিছু।’