ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

শেষ ম্যাচে অধিনায়ক মোসাদ্দেক, ফিরলেন মাহমুদউল্লাহ

প্রকাশিত: ১৯:০৯, ১ আগস্ট ২০২২; আপডেট: ১৯:২৬, ১ আগস্ট ২০২২

শেষ ম্যাচে অধিনায়ক মোসাদ্দেক, ফিরলেন মাহমুদউল্লাহ

মোসাদ্দেক

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশক দলকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন। এছাড়া দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সোমবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নির্ধারণী ম্যাচে মোসাদ্দেক হোসেনই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন। দ্বিতীয় ম্যাচে নুরুল হাসান সোহান আঙ্গুলের ইনজুরিতে পড়েন। তার পরিবর্তে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে দলের সঙ্গে অন্তর্ভূক্ত করা হয়েছে। ওয়ানডে সিরিজ খেলার জন্য এরই মধ্যে জিম্বাবুয়েতে অবস্থান করছেন মাহমুদউল্লাহ।

আরো জানানো হয়, জিম্বাবুয়ে থেকে আজ সোমবার ঢাকার উদ্দেশ্যে বিমানে উঠবেন নুরুল হাসান সোহান। ঢাকায় এসেই তিনি বিসিবির ডাক্তারদের অধীনে আঙ্গুলের চিকিৎসা করাবেন এবং রিহ্যাবে থাকবেন।

এদিকে, দ্বিতীয় ম্যাচে নুরুল হাসান সোহানের আঙ্গুলে চোট পান। যে কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন তিনি। 

চলতি সিরিজের প্রথম দুই ম্যাচে সবচেয়ে সফল মোসাদ্দেক। প্রথম ম্যাচে ২১ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। দ্বিতীয় ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ফাইফার (৫ উইকেট) নেয়ার কৃতিত্ব দেখালেন তিনি। ২০ রান নিয়ে নেন ৫ উইকেট।

সম্পর্কিত বিষয়:

×