ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

৫ ব্যাটারকে একাই সাজঘরে ফিরিয়েছেন মোসাদ্দেক

হারারেতে দিনটি ছিল মোসাদ্দেকের

প্রকাশিত: ১৯:৫৫, ৩১ জুলাই ২০২২; আপডেট: ২১:০৬, ৩১ জুলাই ২০২২

হারারেতে দিনটি ছিল মোসাদ্দেকের

মোসাদ্দেক হোসেন সৈকত

হারারে স্পোর্টস গ্রাউন্ডে আজকের দিনটি ছিল মোসাদ্দেক হোসেন সৈকতের।
তার বোলিং ঘূর্ণিতে ছত্রভঙ্গ স্বাগতিক জিম্বাবুয়ে। ইনিংসে প্রথম সাত ওভারেই টপ অর্ডারের ৫ ব্যাটারকে একাই সাজঘরে ফিরিয়েছেন মোসাদ্দেক। ২০ রানে তুলে নিয়েছেন ৫ উইকেট।

২০১৬ সালে আন্তর্জাতিক টি- টোয়েন্টিতে অভিষেক হওয়ার পর এই প্রথম ফাইফার পেয়েছেন তিনি। এই ম্যাচসহ ২০ ম্যাচে ১২টি উইকেট নিয়েছেন তিনি। যেখানে আজই পেয়েছেন ৫টি। আগের ১৯ ম্যাচে পেয়েছেন মাত্র ৭টি। 

মোসাদ্দেকের উদ্বোধনী ওভারের প্রথম বলেই উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন রেজিস চাকাভা। এরপর ওভারের শেষ বলে আগের ম্যাচে ৬৭ রান করা মাধেভেরেকে দলীয় ৫ রানের মাথায় সাজঘরে ফেরান সৈকত। নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে অধিনায়ক ক্রেইগ আরভিনকে ব্যক্তিগত ১ রানে প্যাভিলিয়নের পথ ধরান এই স্পিনার। 

এরপর পঞ্চম ওভারের চতুর্থ বলে শন উইলিয়ামসের রিটার্ন ক্যাচ নিয়ে আউট করেছেন মোসাদ্দেক। নিজের শেষ ওভার করতে এসে ফাইফারও তুলে নেন ময়মনসিংহের এই তরুণ। ইনিংসের সপ্তম ওভারের পঞ্চম বলে মোসাদ্দেককে লম্বা শট খেলতে গিয়ে বল আকাশে তুলে দেন মিল্টন সুম্বা। অসাধারণ এক ড্রাইভ দিয়ে ক্যাচ লুফে নেন হাসান মাহমুদ। 

সম্পর্কিত বিষয়:

×