ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

টাইগারদের ২০৬ রানের টার্গেট ছুড়ে দিলো জিম্বাবুয়ে

প্রকাশিত: ১৮:৪৩, ৩০ জুলাই ২০২২; আপডেট: ১৮:৪৫, ৩০ জুলাই ২০২২

টাইগারদের ২০৬ রানের টার্গেট ছুড়ে দিলো জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের ব্যাটিং

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের ২০৬ রানের রানের টার্গেট ছুড়ে দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। আর এই রান করতে মাত্র তিন উইকেট খুইয়েছে স্বাগতিকরা।

ম্যাচের তৃতীয় ওভারে জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানে মুস্তাফিজুর রহমান। রেগিস চাকাম্বাকে ৮ রানে ফিরিয়ে দেন তিনি। এরপর দলীয় ৪৩ রানের মাথায় মোসাদ্দেক হোসেনের বলে ২১ রান করে ফিরে যান ক্রেইগ আরভিন। কিন্তু জিম্বাবুয়ে দমে যায়নি, নিজেদের অবস্থান পাকাপোক্ত করে স্বাগতিকরা।

দলীয় ৯৯ রানের মাথায় মোস্তাফিজের ফের আঘাতে ৩৩ রান করে আউট হয় শন উইলিয়ামস। 

১৩তম ওভারের দ্বিতীয় বলটিতে স্লোয়ার দিয়েছিলেন দ্য ফিজ। উইলিয়ামসের ব্যাটের নিচের কানায় লেগে বল গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে। ১৯ বলে ৩৩ রান করে ফিরে যান জিম্বাবুয়ের এই মিডল অর্ডার ব্যাটার। কিন্তু এরপর ম্যাচে ফিরতে পারেননি টাইগাররা। বোলারদের হাত খুলে খেলতে থাকে জিম্বাবুয়ে ব্যাটাররা। ফলে খুব সহজেই মাত্র তিন উইকেট হারিয়ে ২০৫ রানে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস ফিল্ডিংয়ে যায় বাংলাদেশ। এবারের সফরের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের নতুন অধিনায়ক নুরুল হাসান সোহান।

সম্পর্কিত বিষয়:

×