ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

বাফুফের প্রতিভাবান ফুটবলার বাছাই

প্রকাশিত: ২৩:৩৩, ৩১ জানুয়ারি ২০২১

বাফুফের প্রতিভাবান ফুটবলার বাছাই

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ অনুর্ধ-১৫, ১৬ ও ১৭ জাতীয় ফুটবল দল সাফ অনুর্ধ-১৫ এবং ১৬ চ্যাম্পিয়নশিপ, এএফসি অনুর্ধ-১৭ চ্যাম্পিয়নশিপ ... এই তিনটি আসরে অংশ নেবে। এই প্রতিযোগিতাগুলোতে অংশ নেয়ার লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দীর্ঘমেয়াদী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। এর ধারাবাহিকতায় শনিবার থেকে দেশের সব জেলা ও বিভাগে প্রতিভাবান ফুটবলার অন্বেষণ কর্মসূচী শুরু হয়েছে। চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। শনিবার সকালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাফুফের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভুঁইয়া মানিক, ফিফা-এএফসি-বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণ, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে এবং সহকারী কোচ স্টুয়ার্ট পল ওয়াটকিস। শনিবার ঢাকা ছাড়াও আটটি জেলায় (গোপালগঞ্জ, বান্দরবান, খুলনা, সুনামগঞ্জ, রাজশাহী, রংপুর, বরিশাল ও শেরপুর) প্রতিভাবান ফুটবলার বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
×