ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয় দিয়েই ফিরলেন নেইমার

প্রকাশিত: ১২:০৫, ২৪ নভেম্বর ২০১৯

জয় দিয়েই ফিরলেন নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ চোট কাটিয়ে আবারও খেলায় ফিরেছেন নেইমার। শুক্রবার প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তার প্রত্যাবর্তনের ম্যাচে জয়ের দেখা পেয়েছে দলও। প্রাক ডেস প্রিন্সেসে অনুষ্ঠিত ফ্রেঞ্চ লীগ ওয়ানের ম্যাচে এদিন বর্তমান চ্যাম্পিয়নরা ২-০ গোলে পরাজিত করেছে লিলিকে। পিএসজির হয়ে এদিন গোল দুটি করেছেন মাউরো ইকার্দি এবং এ্যাঞ্জেল ডি মারিয়া। এই জয়ের ফলে লীগ টেবিলের শীর্ষস্থানটা অক্ষুণœ রেখেছে থমাস টাচেলের দল। দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে এখন পিএসজির ব্যবধান ১১ পয়েন্ট। শিরোপা ধরে রাখার পথে পিএসজি যে অনেকটাই এগিয়ে গেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। নিজেদের মাঠে এদিন স্বাভাবিক খেলাটাই উপহার দেয় পিএসজি। শুরু থেকেই দাপট দেখা যায় প্যারিস জায়ান্টদের। তবে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ১৭ মিনিট পর্যন্ত। দারুণ এক গোল করে এদিন পিএসজিকে প্রথম এগিয়ে দেন দারুণ ফর্মে থাকা মাউরো ইকার্দি। পিএসজির হয়ে সর্বশেষ ৯ ম্যাচ থেকে এটা তার ১০ম গোল। ম্যাচের বয়স আধাঘণ্টার কাটা অতিক্রম করতে না করতেই আবারও গোলের দেখা পায় স্বাগতিকরা। এবার গোল করে পিএসজির ব্যবধান দ্বিগুণ করেন এ্যাঞ্জেল ডি মারিয়া। তবে এরপরের সময়টাতে আর কোন গোলের দেখা পায়নি স্বাগতিকরা। এই সময়ে তাদের পারফর্মেন্সেও তেমন ধার ছিল না। যে কারণেই জয়ের গোল ব্যবধানটা আর বাড়েনি প্যারিস জায়ান্টদের। থমাস ডি টাচেলের দলটিকে এদিন নিজেদের সেরাটা না দিয়েও গত মৌসুমে তাদের পেছনে থেকে রানার্সআপ হওয়া লিলির সামনে অত্যধিক শক্তিশালী বলেই মনে হয়েছে। তারপরও শেষের ৬০ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়াতে না পারাটা ছিল স্বাগতিকদের জন্য চরম হতাশার। তবে চোট কাটিয়ে ফিরলেও এই ম্যাচে নিজের সেরাটা ঢেলে দিতে পারেননি পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। গত ৫ অক্টোবরের পর থেকেই দলের বাইরে রয়েছেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। ব্রাজিল জাতীয় দলের হয়ে নাইজিরিয়ার বিপক্ষে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন তিনি। ২০১৭ সালে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেয়ার পর বেশ কয়েকদফা সাইডলাইনে কাটানো নেইমারের এটাই ছিল সর্বশেষ ইনজুরি। পুরোপুরি মাঠে নামার আগে ডেভিস কাপের টেনিস দেখতে মাদ্রিদে চলে গিয়েছিলেন নেইমার। এই ঘটনাকে ভাল চোখে দেখননি লীগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নদের কোচ। তারপরও পিএসজির সূচনা একাদশেই তাকে যুক্ত করেছিলেন থমাস টাচেল। ক্লাবের হয়ে মৌসুমের ষষ্ঠ ম্যাচে মাঠে নেমে ৬৫ মিনিট খেলেছেন নেইমার। তার পরিবর্তিত হিসেবে মাঠে নামেন কিলিয়ান এমবাপে। শারীরিকভাবে যিনি এখনও পুরোপুরি ফিট নন। তবে নেইমারের বিষয়ে জার্মান কোচ থমাস টাচেল বলেন, ‘আমি তার (নেইমার) কাছে বেশি কিছু প্রত্যাশা করিনি। কারণ টানা ছয় সপ্তাহ মাঠের বাইরে কাটিয়েছে সে। যে কারণে তার স্বাভাবিক টাইমিং ও নির্ভুলতায় ঘাটতি ছিল।’ লিলির বিপক্ষে জয়ের ফলে পিএসজির সংগ্রহে এখন ৩৩ পয়েন্ট। তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে মার্সেই। তাদের চেয়ে পিএসজি এগিয়ে গেছে ১১ পয়েন্টের ব্যবধানে। সমান সংখ্যক ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে লিলি।
×