স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে ঘরের মাঠে পরাজয়ের স্বাদ পেল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। বুধবার নিজেদের মাঠে প্যারিস জায়ান্টদের হারের স্বাদ উপহার দিল রেইমস। এদিন তারা ২-০ গোলে হারাল মারিয়া-নেইমারদের। ফ্রেঞ্চ লীগ ওয়ানে চলতি মৌসুমে এটা পিএসজির দ্বিতীয় পরাজয়।
গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের মিশন শুরু করে পিএসজি। নিজেদের প্রথম ম্যাচে প্যারিস জায়ান্টরা ৩-০ গোলে বিধ্বস্ত করে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদকে। কিন্তু রেইমসের বিপক্ষে এদিন যেন পিএসজি ছিল সেই ম্যাচের ছায়া। ঘরের মাঠে প্রথমার্ধের ২৯ মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। হেডের সৌজন্যে দারুণ এক গোল করে রেইমসকে এগিয়ে দেন হাসানে কামারা। এই গোলে এগিয়ে থেকেই নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ করে সফরকারীরা।
ম্যাচের অতিরিক্ত সময়ে বৌলায়ে দিয়া গোল করলে ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রেইমস। দীর্ঘ ১৮ মাস পর ঘরের মাঠে পিএসজির এটাই প্রথম হার। এর আগে এই মাঠে সর্বশেষ হার দেখেছিল ২০১৮ সালের মে মাসে। এই পরাজয়ের পরও ফ্রেঞ্চ লীগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে পিএসজি। ৭ ম্যাচ থেকে তাদের সংগ্রহ এখন ১৫ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচ থেকে সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে এ্যাঞ্জার্স। পিএসজিকে হারিয়ে পয়েন্ট টেবিলের আটে উঠে এসেছে রেইমস।
জিম্বাবুইয়ের পরিবর্তে ভারত সফরে শ্রীলঙ্কা দল
স্পোর্টস রিপোর্টার ॥ আগামী জানুয়ারিতে ভারত সফরে ৩ ম্যাচের টি২০ সিরিজ খেলার কথা ছিল জিম্বাবুইয়ে ক্রিকেট দলের। কিন্তু গত জুলাইয়ে জিম্বাবুইয়ে ক্রিকেটের (জেডসি) ওপর আইসিসির নিষেধাজ্ঞা দেয়ায় এখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) তাদের পরিবর্তে সিরিজটি খেলতে শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানিয়েছে। ৩ ম্যাচের এ টি২০ সিরিজ খেলতে সম্মতি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটও (এসএলসি)। ম্যাচ তিনটি আগামী ৫, ৭ ও ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তবে একই মাসের শেষদিকে শ্রীলঙ্কা দলের জিম্বাবুইয়ে সফরের ভবিষ্যত এখনও জানা যায়নি।
ভবিষ্যত সফর পরিকল্পনার (এফটিপি) আওতায় চলতি বছর মার্চে ভারত সফরে আসার কথা ছিল জিম্বাবুইয়ের। সেই সিরিজে ৩ ওয়ানডে ও ১ টেস্ট হওয়ার কথা। কিন্তু বিসিসিআই তা পিছিয়ে দেয় এবং জেডসির সঙ্গে আলোচনা করে আগামী বছর জানুয়ারিতে ৩ টি২০ ম্যাচের সিরিজে পুনঃনির্ধারণ করে।