ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কানাডিয়ান লীগ খেলবেন সাকিব

প্রকাশিত: ১০:৪১, ২২ জুন ২০১৯

 কানাডিয়ান লীগ খেলবেন সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ এবার বিশ্বকাপে ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান। ৫ ম্যাচ ব্যাট করে ২ সেঞ্চুরি, ২ হাফ সেঞ্চুরিসহ করেছেন ৪২৫ রান। দীর্ঘ সময় ধরে ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব সে কারণে বিদেশী ফ্র্যাঞ্চাইজি লীগগুলোয় নিয়মিতই খেলেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল), বিগব্যাশ লীগ (বিবিএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল), পাকিস্তান সুপার লীগ (পিএসএল) ও ইংল্যান্ডের ফ্রেন্ডস লাইফ টি২০ লীগ খেলেছেন তিনি। এবার কানাডার গ্লোবাল টি২০ লীগেও খেলতে যাচ্ছেন সাকিব। আসন্ন সেই লীগটিতে তিনি ব্রাম্পটোন উলভসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী ২৫ জুলাই থেকে শুরু হবে এই টুর্নামেন্টের দ্বিতীয় আসর। প্রথম বাংলাদেশী হিসেবে কানাডার এই ২০ ওভারের টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন সাকিব। ওয়ানডের শীর্ষ অলরাউন্ডারের খেলার কথা বৃস্পতিবার অফিসিয়াল ওয়েবসাইটে জানায় টুর্নামেন্ট কমিটি। আগের আসরের মতো এবারও হবে ছয় দলের প্রতিযোগিতা। তিন প্লে-অফসহ ২২ ম্যাচে লড়বে ৬ দল। ফাইনাল হবে ১১ আগস্ট। নিউইয়র্ক লিজেন্ডস নামে নতুন একটি দল এবারের আসরে খেলার কথা ছিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ‘বি’ দলের স্থলাভিষিক্ত হিসেবে। কিন্তু পরে সেটা বাতিল হয় এবং ব্রাম্পটোন ষষ্ঠ দল হিসেবে যোগ দেয় জুনের শুরুতে, সেখানেই খেলবেন সাকিব। দলটিতে তিনি সতীর্থ হিসেবে পাবেন- শহীদ আফ্রিদি, কলিন ?মুনরো, লেন্ডল সিমন্স ও ড্যারেন স্যামির মতো তারকাদের।
×