ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

জেমকন গলফে চ্যাম্পিয়ন জামাল

প্রকাশিত: ০৬:৩১, ১৭ মে ২০১৮

জেমকন গলফে চ্যাম্পিয়ন জামাল

স্পোর্টস রিপোর্টার ॥ জেমকন প্রফেশনাল গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন জামাল হোসেন মোল্লা। পারের চেয়ে মোট ১৩ শট কম খেলেছেন তিনি। পারের চেয়ে ২ শট কম খেলে রানারআপ হয়েছেন বাদল হোসেন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে বুধবার দুপুরে ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে পর্দা নামলো ‘জেমকন প্রফেশনাল গলফ টুর্নামেন্ট-১৮’র। দেশের স্বনামধন্য ব্যবসায়ী গ্রুপ জেমকন-এর পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অংশ নেন বাংলাদেশের মোট ৯০ জন গলফার। এর মধ্যে ১২ জন এ্যামেচার গলফার। এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন জামাল হোসেন মোল্লা। টুর্নামেন্টটি আয়োজন করেছে বাংলাদেশ প্রফেশনাল গলফার্স এ্যাসোসিয়েশন (বিপিজিএ)। প্রতিযোগিতার মোট প্রাইজমানি ১১ লাখ টাকা। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেমকন গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান সাইদ আহমেদ এবং প্রফেশনাল গলফার্স এ্যাসোসিয়েশনের (বিপিজিএ) প্রেসিডেন্ট আসিফ ইব্রাহিম এবং জেনারেল সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়ার মাধ্যমে সফলতার সঙ্গে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। এ ব্যাপারে আরও পৃষ্ঠপোষকতার জন্য কর্পোরেট সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জেমকন গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান সাইদ আহমেদ তার বক্তব্যে গলফসহ দেশের বিভিন্ন খেলাধুলার উন্নয়নে জেমকন গ্রুপের ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজিত হয় সোমবার দুপুর ১টায়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদ। রবিবার সকাল ৮টায় টি-অফ-এর মধ্য দিয়ে আরম্ভ হয় এ ইভেন্ট।
×