ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিরোপা না জিতলেও গর্বিত ব্রাভো

প্রকাশিত: ০৭:৪০, ২৬ জুলাই ২০১৭

শিরোপা না জিতলেও গর্বিত ব্রাভো

স্পোর্টস রিপোর্টার ॥ সাক্ষাতকার দেয়ার অনুভূতিটা সবসময়ই আনন্দময় যদি আপনি হন জয়ী দলের খেলোয়াড়। তবে আপনি যদি হারা দলের কেউ হন তা নিঃসন্দেহেই বহু কষ্টের। তবে এক্ষেত্রে ব্যতিক্রম চিলির অভিজ্ঞ গোলরক্ষক ক্লাউদিও ব্রাভো। ফিফা কনফেডারেশন্স কাপের ফাইনালে জার্মানির কাছে হেরে শিরোপা হাতছাড়া হলেও সাক্ষাতকারে কোন ধরনের অনীহা নেই তার। ফাইনালে ১-০ গোলে হারলেও গোল্ডেন গ্লোভজয়ী এই চিলিয়ান গোলরক্ষক নিজেদের পারফর্মেন্সে দারুণ সন্তুষ্ট। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা এখানে দুর্দান্ত খেলেছি। ফাইনালেও দারুণ কিছু সুযোগ তৈরি করেছিলাম কিন্তু ভাগ্য হয়ত আমাদের পক্ষে ছিল না।’ এর আগে টানা দুইবার লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে চিলি। দুইবারই ক্লাউদিও ব্রাভোর পারফর্মেন্স ছিল নজরকাড়া। গোলরক্ষক হিসেবে ব্রাভো যে বর্তমান সময়ের সেরাদের একজন তার প্রমাণ দেখা গেছে এই আসরেও। বিশেষ করে পর্তুগালের বিপক্ষে সেমিফাইনালটা তো শুধু ব্রাভোর বীরত্বেই জেতে চিলি। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ড্র হওয়া শেষ চারের ম্যাচটি শেষ পর্যন্ত গড়ায় টাইব্রেকারে। যেখানে পর্তুগালের প্রথম তিন শটই দারুণভাবে রুখে দেন ক্লাউদিও ব্রাভো। এ কারণেই হারলেও নিজেদেরকে গর্বিত বলে মন্তব্য করেছেন তিনি। হারের পর ড্রেসিংরুমে গিয়েই নাকি সতীর্থদের তিনি বলেছিলেন, ‘আমরা এখানে ভাল খেলার লক্ষ্য নিয়েই এসেছিলাম এবং সেটা ঠিক সেভাবেই খেলেছি। তাই আমাদের সকলেরই গর্বিত হওয়া উচিত।’ পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যেই ফাইনালে জায়গা করে নিয়েছিল চিলি। কিন্তু শিরোপা জয়ের লড়াইয়ের ম্যাচে ১ গোল খেয়ে বসে লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা। তবে ব্রাভো এটাকে কোনভাবেই খাটো করে দেখছেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যে গোলটা আমরা হজম করেছিলাম সেটা আসলেই দুর্ভাগ্যক্রমে হয়ে গেছে। তবে আমরা স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছি। পুরো টুর্নামেন্ট জুড়েই আমাদের পেশাদারিত্ব দারুণভাবে ফুটে উঠেছে। আমাদের কী পরিমাণ যোগ্যতা রয়েছে তা বেশ ভালভাবেই প্রদর্শন করতে সক্ষম হয়েছি। এই পরাজয় থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা যখন ভাল খেলব তখন স্বাভাবিকভাবেই জয় আসবে।’ ২০১৫ এবং ২০১৬ সালে টানা দুইবার কোপা আমেরিকা জয়ের নায়ক হিসেবে সেরা গোলরক্ষকের পুরস্কার জেতেন ব্রাভো। এবার শিরোপা হাতছাড়া হলেও গোল্ডেনগ্লোভ ঠিকই নিজের শোকেসে তুলেছেন বার্সিলোনার এই চিলিয়ান গোলরক্ষক। তবে চ্যাম্পিয়ন ট্রফিটা না জেতার কষ্টটাও তাকে বেশ ভুগিয়েছে। এ বিষয়ে ব্রাভো বলেন, ‘এটা নিঃসন্দেহে গুরুত্বপুর্ণ পুরস্কার। কেননা এই টুর্নামেন্ট শুরুর আগের সময়টা আমার জন্য খুবই কষ্টের ছিল। কেননা এখানে যে খেলতে পারব সেটাই জানতে পারিনি। কারণ ইনজুরির কারণে তো এই টুর্নামেন্ট শুরুর আগেও বেশ কিছুদিন খেলতে পারিনি আমি। আর ইনজুরি থেকে মুক্ত হয়ে ভালো পারফর্ম করতে পারার আনন্দটা আমার একটু বেশিই। যদিওবা শিরোপা উঁচিয়ে ধরতে না পারার কষ্টটা তো রয়েই গেছে।’ তবে চ্যাম্পিয়ন জার্মানিকে অভিনন্দন জানাতে মোটেই ভুল করেননি ক্লাউদিও ব্রাভো। এ বিষয়ে চিলিয়ান গোলরক্ষক বলেন, ‘আপনাকে অবশ্যই তাদের অভিনন্দন জানাতে হবে। প্রতিটি বিভাগের দিক দিয়েই তারা একদম শক্তিশালী একটি দল এবং তারা যে কী করতে চায় সেটা ছিল খুবই পরিষ্কার।’
×