ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

মেসির জার্সিতে বোমা!

প্রকাশিত: ০৬:৩১, ২৪ আগস্ট ২০১৬

মেসির জার্সিতে বোমা!

স্পোর্টস রিপোর্টার ॥ লিওনেল মেসির জার্সি পরে আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করেছিল এক ইরাকী কিশোর। কিন্তু পুলিশের তৎপরতায় এ প্রচেষ্টা সফল হয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের উদ্ধৃতিতে মঙ্গলবার এ খবর জানা যায়। সংবাদমাধ্যম জানায়, মেসির বার্সিলোনার জার্সি গায়ে দিয়ে বোমা হামলা চালানোর ঠিক আগমুহূর্তে পুলিশের হাতে ধরা পড়ে ১২-১৩ বছরের এক কিশোর। জার্সির নিচেই শরীরে বাঁধা ছিল আত্মঘাতী বোমা। পরে জার্সি খুলে সেই বোমা অপসারণ করে পুলিশ। ইরাকের উত্তরাঞ্চলে কিরকুক শহরে সম্প্রতি দেখা গেছে এমন চিত্র। সম্প্রতি ইরাকের এ অঞ্চলে এক শিয়া মসজিদে চালানো হয়েছিল আত্মঘাতী বোমা হামলা। তুরস্কেও কুর্দীদের এক বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় নিহত হয়েছে অর্ধশতাধিক। ইরাকে মেসির জার্সি গায়ে ধরা পড়ে যাওয়া সেই কিশোর পরে দাবি করেছে, তাকে অপহরণ করা হয়েছিল এবং গায়ে বোমা বেঁধে পাঠিয়ে দেয়া হয়েছিল কিরকুক শহরে। এদিকে ২০১৮ বিশ্বকাপের পর মেসি ছোটবেলার দল নিউয়েলস ওল্ড বয়েজে ফিরবেন বলে আশা করছেন ক্লাবটির সহ-সভাপতি ক্রিশ্চিয়ান ডি’আমিকো। বার্সিলোনার যুব প্রকল্পে যোগ দেয়ার আগে ছোটবেলায় আর্জেন্টিনার ক্লাব নিউয়েলসে ছিলেন মেসি। ক্লাবটির সহ-সভাপতি ক্রিশ্চিয়ান ডি’আমিকো বলেন, আমি আমার অনেক সহকর্মীর মতো আশাবাদী নিউয়েলসের জার্সিতে বিশ্বের সেরা খেলোয়াড়কে পেলে ক্লাব হিসেবে আমরা ইতিহাস গড়তে পারি। আমি মনে করি, মেসির এই জার্সি পরার আনন্দ পাব আমরা। ডারবান টেস্ট ড্র স্পোর্টস রিপোর্টার ॥ বৃষ্টির কারণে ড্র হলো দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ডারবানে পাঁচদিনে দফায় দফায় হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। মঙ্গলবার পঞ্চম ও শেষ দিনে ভেজা আউটফিল্ডের কারণে মাঠ খেলার উপযোগী নয় বলে ঘোষণা দেন দায়িত্বরত আম্পায়ার। যার মধ্য দিয়ে অমীমাংসিতভাবে শেষ হয় ম্যাচ। টস জিতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ৮৭.৪ ওভার ব্যাট করে ২৬৩ রান তোলে স্বাগতিকরা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১২ ওভার ব্যাট করতে পেরেছে নিউজিল্যান্ড। এর মধ্যেই দুই উইকেট হারিয়ে করে মাত্র ১৫ রান। এরপর আর নতুন করে বল মাঠে গড়ায়নি। তাই ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় কেন উইলিয়ামসন-ডুপ্লেসিসদের।

শীর্ষ সংবাদ:

গ্যাস-বিদ্যুৎ বিল না দিলে সরকারি-বেসরকারি সংযোগ বিচ্ছিন্ন
দেশে এখন কেউ না খেয়ে দিন কাটায় না: ওবায়দুল কাদের
স্বল্প আয়ের মানুষদের কাছে কম দামে মাছ মাংস বিক্রি
সাংবাদিকতা নয়, মিথ্যা তথ্যের বিরুদ্ধে মামলা হয়েছে: আইনমন্ত্রী
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে কমবে না বিদ্যুতের দাম
৫ এপ্রিল থেকে মেট্রোরেলের নতুন সময়সূচি
বৈকালিক চেম্বারের কার্যক্রম উদ্বোধন, হাসপাতালের তালিকা প্রকাশ
বাসন্তীর ঘটনার পুনরাবৃত্তির ষড়যন্ত্র হয়েছে: তথ্যমন্ত্রী
জামিন নাকোচ, সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ
ধামরাইয়ে অফিসে আটকে রেখে এনজিও কর্মীকে ধর্ষণের অভিযোগ
ভিকারুননিসার ২ শিক্ষিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জাহাঙ্গীরের মেয়র পদে ফেরার রায় পেছাল আদালত
বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় পুলিশ সদস্য কারাগারে
সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা