ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডর্টমুন্ডকে উদ্ধার করতে চান রিয়াস

প্রকাশিত: ০৩:১১, ২১ জানুয়ারি ২০১৫

ডর্টমুন্ডকে উদ্ধার করতে চান রিয়াস

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মৌসুমে বিপর্যস্ত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড। এতটা বাজে পরিস্থিতি সর্বশেষ কবে দেখেছিল ক্লাবটি? এবার জার্মান বুন্দেসলিগার পয়েন্ট টেবিলে এতদিন তলানিতেই ছিল ডর্টমুন্ড। তবে বর্তমানে ১৭ নম্বরে থাকলেও রেলিগেশনে পড়ার শঙ্কাটা প্রকট হয়ে গেছে। দলের অন্যতম ভরসা মার্কো রিয়াস এতদিন ইনজুরিতে ছিলেন। তিনি ফিরছেন অচিরেই। আর ফেরার পর দলকে ঘোর বিপদ থেকে উদ্ধার করতে চান এ এ্যাটাকিং মিডফিল্ডার। গত দুই মাস মাঠের বাইরে ছিলেন ২৫ বছর বয়সী রিয়াস। গোঁড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে ছিলেন পুনর্বাসন প্রক্রিয়ায়। সেখান থেকে সুস্থ হয়ে উঠেছেন তিনি। শনিবার ডর্টমুন্ডের হয়ে একটি প্রীতি ম্যাচও খেলেছেন রিয়াস। অবশ্য মাঠে মাত্র ৪৫ মিনিট ছিলেন। এই ম্যাচেও রোমানিয়ার দল স্টুয়া বুখারেস্টের বিরুদ্ধে ঘাম ঝরানো ১-০ গোলের জয় পেয়েছে ডর্টমুন্ড। তবে ইনজুরি মুক্ত হয়ে উঠেছেন এতেই সন্তুষ্ট এ এ্যাটাকিং মিডফিল্ডার। তিনি বলেন, ‘আমি অত্যন্ত সন্তুষ্ট যেভাবে ইনজুরিটা কাটিয়ে উঠেছি। এটা হওয়ার আগে আমি যা করতে পারতাম তার সবই এখন পারছি।’ রিয়াস গত বিশ্বকাপেও খেলতে পারেননি গোঁড়ালির ইনজুরির কারণে। তবে এখন আর সেসব নিয়ে ভাবতে চান না তিনি। রিয়াস বলেন, ‘এটা খুবই জরুরী বিষয় সামনের দিকে তাকানো। ফিট থাকা এবং দলকে টেবিলের ওপর দিকে নিয়ে যেতে দারুণ কিছু করে দেখানো। গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু পয়েন্ট অর্জন করে নিজেদের আত্মবিশ্বাসটা আবার ফিরিয়ে আনা।’ ডর্টমুন্ড থেকে অবশ্য রিয়াসকে ছেড়ে দেয়ার একটা প্রবণতা তৈরি হয়ে গেছে। তাঁকে পেতে রিয়াল মাদ্রিদ ও বেয়ার্ন মিউনিখ এ দুটি ক্লাবই উন্মুখ হয়ে আছে। এ মৌসুমের শেষে ২৫ মিলিয়ন ইউরোতেই তাঁকে পেয়ে যেতে পারে যে কোন ক্লাব।
×