ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

সান্ডারল্যান্ডের কিউবা মিচেল এখন বসুন্ধরা কিংসে

প্রকাশিত: ১১:৪০, ২৯ জুলাই ২০২৫

সান্ডারল্যান্ডের কিউবা মিচেল এখন বসুন্ধরা কিংসে

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস চমক দেখিয়ে ইংল্যান্ডের সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের মিডফিল্ডার কিউবা মিচেলকে দলে ভিড়িয়েছে। এএফসি চ্যালেঞ্জ লিগের নিবন্ধনের শেষ দিনে এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিবন্ধন করিয়েছে কিংস। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।

বসুন্ধরা কিংস ১৯ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে তিন মৌসুমের জন্য চুক্তি করেছে। মিচেল সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-১৮ দলের হয়েও ২৫টি ম্যাচ খেলেছেন। গত জুনে তিনি বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন এবং এখন ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। এই ধাপ শেষ হলে বাংলাদেশের হয়ে তার খেলতে আর কোনো বাধা থাকবে না।

এছাড়াও, ২০২৫-২৬ মৌসুমের জন্য বসুন্ধরা কিংস ব্রাজিলের সের্জিও ফারিয়াসকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। ৫৮ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ ছোট-বড় মিলিয়ে এখন পর্যন্ত ১৫টি দলের ডাগআউটে দাঁড়িয়েছেন এবং ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্বও সামলেছেন। সর্বশেষ তিনি ২০২৩ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কুয়েত প্রিমিয়ার লিগের ক্লাব কাজমা স্পোর্টিং ক্লাবের কোচের দায়িত্ব পালন করেন।

বসুন্ধরা কিংস ২০১৮ সাল থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছে। টানা পাঁচ মৌসুম স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের অধীনে ক্লাবটি দারুণ সাফল্য অর্জন করে। এরপর গত মৌসুমে অস্কারের স্থলাভিষিক্ত হন রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতে। তার অধীনে দল ফেডারেশন কাপ এবং চ্যালেঞ্জ কাপ জিতলেও লিগ শিরোপা হাতছাড়া করে। নতুন কোচ ও খেলোয়াড় নিয়ে কিংসের এই নতুন মৌসুমের প্রস্তুতি বেশ আশাব্যঞ্জক বলে মনে করা হচ্ছে।

সাব্বির

×