ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

বেনজেমার সেই রেকর্ডে ভাগ বসালেন বেলিংহ্যাম

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ১২:১১, ৮ ডিসেম্বর ২০২৪

বেনজেমার সেই রেকর্ডে ভাগ বসালেন বেলিংহ্যাম

লিগে টানা ৫ ম্যাচে গোল করলেন বেলিংহ্যাম

চলতি মৌসুমের প্রথম দিকের সময়টা ভালো যাচ্ছিল না জুড বেলিংহ্যামের। গোল না পাওয়ার কারণে সমালোচনার কবলে পড়েছিলেন রিয়াল মাদ্রিদের এই ইংলিশ মিডফিল্ডার। তবে সেই বেলিংহ্যামই গোল-খরা কাটিয়ে উঠেছেন। নিয়মিতই গোল করা রিয়াল তারকা শনিবার জিরোনার বিপক্ষেও জাল খুঁজে পেয়েছেন। 

জিরোনার মাঠে এদিন ম্যাচ শুরুর ৩৬ মিনিটে জুড বেলিংহ্যামের গোলেই প্রথম এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। আর তাতেই লা লিগায় টানা ৫ ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন লস ব্ল্যাঙ্কোসদের এই ইংলিশ মিডফিল্ডার। ২০২৪-২৫ মৌসুমে স্প্যানিশ লা লিগায় প্রথম ফুটবলার হিসেবে প্রতিপক্ষের বিপক্ষে টানা ৫ ম্যাচে গোল করার নজীর গড়লেন তিনি। 

শুধু তাই নয়? রিয়াল মাদ্রিদের জার্সিতে ২০০১ সালের মার্চ-এপ্রিলের পর এই প্রথম কোন ফুটবলার হিসেবে এই রেকর্ড গড়লেন জুড বেলিংহ্যাম। সেবার রিয়ালের হয়ে প্রতিপক্ষের বিপক্ষে টানা ৫ ম্যাচে গোলের রেকর্ড গড়েছিলেন ফরাসি তারকা করিম বেনজেমা। শনিবার জিরোনার জালে বল জড়িয়ে বেলিংহ্যাম সেই বেনজেমার রেকর্ডে ভাগ বসালেন। 

জিরোনার মাঠে আর্দা গুলারের গোলটিতে অ্যাসিস্টও করেন বেলিংহ্যাম। ফলে শেষ ৮ ম্যাচে বেলিংহ্যামের পা থেকে ৫ গোলের পাশাপাশি অ্যাসিস্ট সংখ্যা ৪টি। ২০২৪ সালে বেলিংহ্যামের গোল এবং অ্যাসিস্ট সংখ্যা দাঁড়াল মোট ১৯টি।  

তবে জিরোনার বিপক্ষে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া বেলিংহ্যাম ৬১ মিনিটেই মাঠ ছাড়েন। মূলত, চোটে পড়ার কারণেই এদিন পুরো সময় খেলতে পারেননি বেলিংহ্যাম। তবে ইনজুরি তেমন গুরুতর নয়। ম্যাচ শেষেই বিষয়টি নিশ্চিত করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ফলে পরের ম্যাচে তাকে না পাওয়ার শঙ্কা নেই রিয়াল মাদ্রিদের। আনচেলত্তি বলেন, ‘সে ভালো আছে। মঙ্গলবারের ম্যাচেও খেলবে।’
এদিকে, দুই ম্যাচে পেনাল্টি মিস করে খারাপ সময় অতিক্রম করছিলেন কিলিয়ান এমবাপেও। শনিবার ফরাসি তারকাও গোলের দেখা পেয়েছেন। ৬২ মিনিটে ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকার গোলেই রিয়াল মাদ্রিদ ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে। ফলে রিয়াল শিবিরে স্বস্তি ফিরেছে। জিরোনার বিপক্ষে গোল করে পেশাদার ক্যারিয়ারে লিগে ২০০ গোলের মাইলফলকও স্পর্শ করেছেন এমবাপে। যার মধ্যে স্প্যানিশ লা লিগায় ৯টি, মোনাকোর হয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ১৬ এবং পিএসজির হয়ে ১৭৫ গোল।
 

মোস্তফা

×