ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

শেষের ব্যর্থতায় আইরিশ মেয়েদের কাছে হার জ্যোতিদের

মোঃ মামুন রশীদ

প্রকাশিত: ২১:০৭, ৫ ডিসেম্বর ২০২৪

শেষের ব্যর্থতায় আইরিশ মেয়েদের কাছে হার জ্যোতিদের

দিলারা-সোবহানার ১০৩ রানের রেকর্ড ওপেনিং জুটির পরও জিততে পারেনি বাংলাদেশ

১২ বলে ১৮ রান প্রয়োজন জিততে। হাতে তখনও ৬ উইকেট। কিন্তু বাংলাদেশ নারী ক্রিকেট দল করতে পেরেছে ৫ রান, হারিয়েছে ৩ উইকেট। এমন ব্যর্থতার কারণেই সিরিজের প্রথম টি২০-তে আজ সফরকারী আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের কাছে ১২ রানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে আইরিশ মেয়েরা। 

ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল কোনো পাত্তাই পায়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের কাছে। কিন্তু তারা টি২০ সিরিজের প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে। আজ দুপুরে সিলেটে সিরিজের প্রথম টি২০-তে আইরিশ মেয়েরা দুর্দান্ত ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রানের বড় সংগ্রহ গড়ে। জবাবে ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৫৭ রান করতে পেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

টস জিতে আগে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড নারী দল। পাওয়ার প্লে’র ৬ ওভারে অবশ্য তাদের রানের গতি খুব বেশি ছিল না। ১ উইকেটে ৩৫ রান করে তারা। ৪৬ রানে হারায় দ্বিতীয় উইকেট। কিন্তু তৃতীয় উইকেটে রেকর্ড ১০৭ রানের জুটি গড়েন অধিনায়ক গ্যাবি লুইস ও লিয়াহ পল। তারা মাত্র ৬৪ বল থেকে নিজেদের টি২০ ইতিহাসে এই রেকর্ড জুটি গড়েছেন। লরা ডেলানি ও ওরলা প্রেন্ডারগাস্ট এর আগের রেকর্ড গড়েছিলেন ৯৯ রানের জুটি করে।

গ্যাবি লুইস মাত্র ৩২ বলে এবং লিয়াগ পল ২৮ বলে অর্ধশতক পেয়েছেন। ফারিহা তৃষ্ণার পেসে এই জুটি ভাঙ্গে। গ্যাবি ৪২ বলে ৭ চার, ২ ছক্কায় ৬০ রানে বোল্ড হন। এরপর বাকিরা ব্যর্থ হলেও বড় স্কোর জমা করে ফেলেছে আইরিশ মেয়েরা। তাছাড়া ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে লিয়াহ মাত্র ৪৫ বলে ১০ চার, ২ ছক্কায় ৭৯ রানে অপরাজিত থাকেন।

নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রানের বড় পুঁজি পায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। ১টি করে উইকেট নেন ফারিহা, জাহানারা আলম, নাহিদা আক্তার ও জান্নাতুল ফেরদৌস। অফস্পিনার জান্নাতুল সবচেয়ে খরুচে ছিলেন ৪ ওভারে ৪০ রান দিয়ে। অথচ নাহিদা ৪ ওভারে দিয়েছেন মাত্র ২০ রান।

জবাবে বাংলাদেশও রেকর্ড গড়ে উদ্বোধনী জুটিতেই। ১০৩ রানের জুটি গড়েন দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি। উড়ন্ত সূচনা এনে দেন তারা পাওয়ার প্লে’র ৬ ওভারে ৫৬ এবং ১১.১ ওভারে ১০০ রান স্কোরবোর্ডে তুলে। তবে সোবহানা ৩৫ বলে ৩ চার, ২ ছক্কায় ৪৬ রান করে বিদায় নেওয়ার পর পরিস্থিতি পাল্টে যায়।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৪, দিলারা ৪১ বলে ২ চার ও ২ ছক্কায় ৪৯ এবং স্বর্ণা আক্তার ১ এবং রিতু মনি ও জান্নাতুল শুন্য রানে সাজঘরে ফেরেন। যদিও মাঝে তাজ নেহার ১৪ বলে ৩ চারে ১৯ এবং শারমিন আক্তার সুপ্তা ১৩ বলে ২ চারে অপরাজিত ২৮ রান্ করেছেন।

তবে সর্বশেষ ৭ উইকেট মাত্র ৫৪ রানে হারিয়ে পরাজয় বরণ করে বাংলাদেশ নারী দল। বিশেষ করে শেষ ২ ওভারে মাত্র ৫ রান করতে গিয়ে ৩ উইকেট হারানোতে আর জেতা সম্ভব হয়নি। ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ৩টি করে উইকেট নেন প্রেন্ডারগাস্ট ও আরলিন কেলি।

রাজু

×