ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

নিউজিল্যান্ডকে ১৩৭ রানের লক্ষ্য বাংলাদেশের

প্রকাশিত: ১২:৪৯, ৯ ডিসেম্বর ২০২৩

নিউজিল্যান্ডকে ১৩৭ রানের লক্ষ্য বাংলাদেশের

টিম সাউদি এবং টম ব্লান্ডেলের উদযাপন

দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে নিউজিল্যান্ডকে ১৩৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ঢাকা টেস্টের চতুর্থ দিনে ব্যাট করতে নেমে প্রথম সেশনও শেষ করতে পারেননি টাইগাররা। দ্বিতীয় ইনিংসে জাকির হাসানের ফিফটির সুবাদে কোনো মতে ১৪৪ রান তুলতে পেরেছে বাংলাদেশ। শেষপর্যন্ত গুটিয়ে যায় ১৪৪ রানে। এতে কিউইদের সামনে ১৩৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় টাইগাররা।

২ উইকেটে ৩৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল বাংলাদেশ। জাকির ১৬ ও মুমিনুল শূন্য রানে ক্রিজে নেমেছিলেন। জাকির আক্রমণ শুরু করেন দ্বিতীয় ওভার থেকেই। দুজন মিলে যোগ করেছিলেন ৩৩ রান। এটিই দিনের সর্বোচ্চ পার্টনারশিপ। 

৭১ রানে বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট। এরপর মুশফিকুর রহিমও বেশিক্ষণ টিকতে পারেননি। এরপর শুধু আসা-যাওয়ার মধ্যে ছিলেন টাইগার ব্যাটাররা। ব্যাট হাতে দুই অঙ্কের ঘর ছোঁয়ার আগেই সাজঘরে ফেরেন শাহাদাত হোসেন দিপু ৪, মেহেদী হাসান মিরাজ ৩, নুরুল হাসান সোহান ০ ও নাঈম হাসানরা ৯। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় লক্ষ্য থেকে ছিটকে যায় বাংলাদেশ। 

শেষ পর্যন্ত ১৪৪ রানে বাংলাদেশের ইনিংস ধামলে ১৩৬ রানের লিড পায় টাইগাররা। এদিকে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬ উইকেট নেন অ্যাজাজ প্যাটেল। 

 এসআর

×