ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাছাইয়ের মঞ্চে শ্রেষ্ঠত্বের উৎসব নারী ক্রিকেটারদের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০২:০৯, ২৭ সেপ্টেম্বর ২০২২

বাছাইয়ের মঞ্চে শ্রেষ্ঠত্বের উৎসব নারী ক্রিকেটারদের

.

 গ্রুপ পর্বে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং যুক্তরাষ্ট্রকে হারিয়ে টি২০ বিশ্বকাপের বাছাই টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেখানে থাইল্যান্ডের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে ২০২৩ আসরের মূল পর্বের টিকেট নিশ্চিতের পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছিলেন, চ্যাম্পিয়ন হয়ে পুরো বিশ্বকে নিজেদের উন্নতি দেখাতে চায় তার দল। মাঠের ক্রিকেটে সেটিই সত্যি করেছে টাইগ্রেসরা। ফাইনালে তারা শক্তিশালী আয়ারল্যান্ডকে হারিয়েছে ৭ রানে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ফারজানা হকের (৭ চারে ৫৫ বলে ৬১) দারুণ ব্যাটিংয়ে ৮ উইকেটে ১২০ রান করার পর প্রতিপক্ষকে ১১৩/৯-এ থামিয়ে দিয়েছে বাংলার মেয়েরা। দুর্দান্ত বোলিং করেছেন সানজিদা আক্তার মেঘলা (২/১৬), নাহিদা আক্তার (২/৩১) , সোহেলী আক্তার (২/২০) ও রুমানা আহমেদ (৩/২৪)। মেয়েদের ফাইনাল ম্যাচটি মাঠে বসে দেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন ও বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। খেলা শেষে নারী দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করেছেন দুজন। তাদের জয়ে অভিনন্দনও জানিয়েছেন। উল্লেখ্য, আগামী বছর ৯-২৬ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে ১০ দলের নারী টি২০ বিশ্বকাপের অষ্টম আসর। বাছাইয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়নের পাশাপাশি এবার অপরাজিত থেকে সেখানে জায়গা করে নিল বাংলার মেয়েরা।

 

 

×