ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আমাদের মূল সমস্যা মানসিকতায়

আগের সেই ধার নেই, মানছেন না মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:২০, ৭ জুলাই ২০২২; আপডেট: ১৩:১৫, ৭ জুলাই ২০২২

আগের সেই ধার নেই, মানছেন না মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমান

বাংলাদেশের ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের আগমন ধূমকেতুর মতোবাঁহাতি পেস বোলিংয়ে কাটারের নবধারা তৈরি করে গোটা বিশ্বের দৃষ্টি কাড়েন তরুণ তুর্কি এ  বাঁহাতি পেসারআইপিএল মাতিয়ে উঠে আসেন আগ্রহের কেন্দ্রবিন্দুতেকিন্তু এখন আর আগের সেই ফিজকে খুঁজে পাওয়া যাচ্ছে নাচলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে বৃষ্টির কারণে প্রথম টি২০ মধ্যপথে ভেস্তে যাওয়ায় বাংলাদেশকে বোলিং করতে হয়নিদ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ৩৭ রান দিয়ে উইকেটের দেখা পাননি

আন্তর্জাতিক টি২০তে নিজের শেষ ১০ ইনিংসে মাত্র ৫ উইকেট, গড় ৫২.২০! ওভারপ্রতি রান দিয়েছেন ৮.১১ করেআগের সেই ধার আর নেই, মুস্তাফিজকেই যেন খুঁজে পাওয়া যাচ্ছে না?, ‘আপনারা না পেতে পারেন (আগের মুস্তাফিজকে), আমি তো মনে করি... অপারেশনের পর (২০১৬ সালে) এক-দেড় বছর ছন্দে ছিলাম নাএরপর তো আমি মনে করি...!গায়ানায় সংবাদ মাধ্যমকে বলেন মুস্তাফিজ

ডমিনিকায় খরুচে বোলিংয়ের ব্যখ্যা দিতে গিয়ে উইকেটের পার্থক্যের কথা জানিয়ে তিনি আরও যোগ করেন, ‘এশিয়ান উইকেট একরকম, এশিয়ার বাইরের উইকেটটা বেশি ভালট্রু উইকেট থাকেআমি চেষ্টা করি আমার বেস্টটা  দেয়ারএশিয়ার মধ্যে দেখবেন অন্য টিমের ১৫০ করতেও কষ্ট হয়এশিয়ার বাইরে দুইশ রানও সেইফ নাএ কারণে ইকোনমিও বাড়তে পারে, আমার যেটা মনে হয়নিজেকে ফিরে পেতে নতুন পেস বোলিং কোচ এ্যালান ডোনাল্ডের সঙ্গে কী কাজ করছেন? জানতে চাইলে মুস্তাফিজ বলেন, ‘সাদা বলে আমি মাত্র দুটি সেশন করেছি, বিশেষ করে টি২০ নিয়ে

আর ওয়ানডের জন্য কাজ করেছি দক্ষিণ আফ্রিকায়খুব বেশি দিন এখনও ওনাকে পাইনিতবে কোচের পরিকল্পনাগুলো খুব ভাল লাগছেআন্তর্জাতিক ক্রিকেটে সাত বছর কাটিয়ে দেয়পার পর এখনও শিখছেন তিনি, ‘শেখার তো শেষ নেইইমপ্রুভ প্রতিদিন করা যায়আমি চেষ্টা করছি আরও ইমপ্রুভ করার জন্যকী করে অন্য ভাল বোলারদের মতো হওয়া যায়ফিটনেস বলেন, কোচদের পরামর্শ নেয়া বলেন, আমি শিখছি আরও

টি২০তে দল হিসেবে বাংলাদেশ কেন ভাল করতে পারছে না, সেই ব্যখ্যাও দিয়েছেন বাঁহাতি এ পেসার, ‘আমাদের মূল সমস্যা মানসিকতায়অন্য দলের ব্যাটসম্যানরা দেখবেন ৭-৮টা বলে রান না পেলেও আবার ঠিকই ফিরে আসে, আক্রমণ করেবোলারদের কথা যদি বলেন, দু-একটা বল খারাপ করেও অন্য দেশের বোলাররা দ্রুত ফিরে আসেআমার মনে হয় আমরা এই জায়গাতে পিছিয়েআমরা দ্রুত ভেঙ্গে পড়ি, দ্রুত খারাপ অবস্থা থেকে ফিরতে পারি না

×