
স্মার্টফোন, ট্যাবলেট, স্মার্ট ঘড়ি—চলতি পথে যেকোনো ইলেকট্রনিক যন্ত্র চার্জ দেওয়ার জন্য হাতের মুঠোয় থাকা পাওয়ার ব্যাংক এখন নিত্যসঙ্গী। তবে নিরাপদ ও টেকসই পাওয়ার ব্যাংক কিনতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি। নইলে নকল বা নিম্নমানের ডিভাইস ব্যবহার করে ঘটতে পারে দুর্ঘটনা।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সঠিক মানের পাওয়ার ব্যাংক না হলে ফোনের ব্যাটারির স্থায়িত্ব নষ্ট হতে পারে, এমনকি অতিরিক্ত চার্জ বা শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনাও ঘটে। তাই কেনার আগে নিচের বিষয়গুলো অবশ্যই যাচাই করে নিন।
১. আউটপুট ভোল্টেজ মিলিয়ে নিন
প্রতিটি যন্ত্র নির্দিষ্ট ভোল্টেজে চার্জ নেয়। বেশির ভাগ স্মার্টফোনের জন্য এটি ৫ ভোল্ট হলেও কিছু মডেলের ক্ষেত্রে ৯ বা ১২ ভোল্ট প্রয়োজন। সব পাওয়ার ব্যাংক এই ভোল্টেজ সমর্থন করে না। তাই পাওয়ার ব্যাংক কেনার আগে নিজের ফোনের চার্জারের ভোল্টেজ মিলিয়ে নিন।
২. চার্জ ধারণক্ষমতা
আপনার ফোন যেন অন্তত দুইবার সম্পূর্ণ চার্জ করা যায়, সেজন্য যথেষ্ট ক্ষমতাসম্পন্ন পাওয়ার ব্যাংক কিনুন। উদাহরণস্বরূপ, যদি ফোনের ব্যাটারি হয় ৪ হাজার এমএএইচ, তাহলে ৮ থেকে ১০ হাজার এমএএইচের পাওয়ার ব্যাংক নিন।
৩. নিরাপত্তা ব্যবস্থা
সব পাওয়ার ব্যাংকে নিরাপদ চার্জিং সুবিধা থাকে না। ওভারচার্জ বন্ধ, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও শর্টসার্কিট প্রতিরোধক প্রযুক্তি যুক্ত পাওয়ার ব্যাংক কিনুন। না হলে ফোনের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং অগ্নিকাণ্ডের ঝুঁকিও থাকে।
৪. ব্যাটারির মান ও ধরন
নিম্নমানের ব্যাটারি থেকে তরল নির্গত হতে পারে, এমনকি বিস্ফোরণ ঘটতেও পারে। সেজন্য লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার ব্যাটারিযুক্ত পাওয়ার ব্যাংক কিনুন।
৫. পোর্টের সংখ্যা ও ধরন
একাধিক যন্ত্র চার্জ দিতে চাইলে একাধিক ইউএসবি পোর্ট থাকা উচিত। তবে সব পোর্ট সব কেবলের জন্য উপযোগী নয়। তাই কেনার আগে যাচাই করুন।
৬. পাওয়ার ইন্ডিকেটর
চার্জের অবস্থা বুঝতে ডিজিটাল ডিসপ্লে বা এলইডি ইন্ডিকেটর থাকা সুবিধাজনক। এতে ওভারচার্জের ঝুঁকিও কমে।
বিশেষ সতর্কতা
- ভোল্টেজ ওঠানামা হলে স্ট্যাবিলাইজার ব্যবহার করুন।
- নিম্নমানের সকেট বা চার্জার ব্যবহার করবেন না।
- নামি ব্র্যান্ডের পণ্য কিনুন ও ওয়ারেন্টি যাচাই করুন।
মিমিয়া