
ছবিঃ সংগৃহীত
স্মার্টফোনে ৪জি কানেকশন থাকলেও ইন্টারনেটের গতি কখনো কখনো হতাশাজনক হতে পারে। ভিডিও দেখতে বারবার বাফারিং, সাইট লোড হতে সময় নেওয়া কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি-ভিডিও ঠিকঠাক না খোলা—এসব সমস্যার মুখোমুখি হচ্ছেন অনেকেই। অথচ আপনার ফোনে হয়তো ৪জি চালু রয়েছে। তাহলে সমস্যা কোথায়?
বিশেষজ্ঞরা বলছেন, সঠিক নেটওয়ার্ক সেটিংস না থাকলে ৪জি স্পিড পুরোপুরি উপভোগ করা যায় না। আপনার ফোনের একটি ছোট পরিবর্তনই এনে দিতে পারে ‘সুপার ফাস্ট’ ইন্টারনেট স্পিড!
কেন গতি কম?
৪জি সেবা থাকলেও যদি—
-
আপনার ফোন পুরনো বা স্লো হয়,
-
ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ ডেটা খরচ করে,
-
নেটওয়ার্ক মোড ঠিকভাবে সেট না করা থাকে,
-
অপ্রয়োজনীয় ক্যাশ জমে থাকে,
তাহলে ইন্টারনেট গতি হঠাৎ কমে যেতে পারে।
কী সেটিংস বদলাবেন?
👉 স্টেপ ১: ফোনের Settings এ যান
👉 স্টেপ ২: Mobile Network বা SIM & Network Settings অপশনটি খুলুন
👉 স্টেপ ৩: Preferred Network Type বা Network Mode অপশন খুঁজে বের করুন
👉 স্টেপ ৪: যদি 2G/3G/4G (Auto) বা LTE/3G/2G (Auto) অপশন থাকে, সেটি থেকে শুধু 4G বা LTE only অপশনটি সিলেক্ট করুন
এতে ফোন আর বারবার ৩জি বা ২জি-তে চলে যাবে না, এবং ৪জি সিগনাল ধরে রাখবে, ফলে গতি বাড়বে।
আরও কিছু করণীয়
- অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন
- ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ রাখুন
- মোবাইল ক্যাশ ক্লিয়ার করুন
- VPN থাকলে বন্ধ করে দিন
- সিমটি সঠিক স্লটে বসান (যেখানে 4G সমর্থন করে)
টাওয়ার দুর্বল হলে কী করবেন?
অনেক সময় নির্দিষ্ট এলাকায় মোবাইল টাওয়ার দুর্বল থাকে। সেক্ষেত্রে:
-
জানালার কাছে বা ওপেন জায়গায় গিয়ে চেষ্টা করুন
-
বিভিন্ন সময়ে (যেমন সকাল, দুপুর, রাত) ইন্টারনেট স্পিড যাচাই করুন
-
প্রয়োজনে Speedtest অ্যাপ ব্যবহার করে গতি মাপুন
-
দীর্ঘমেয়াদে সমস্যা হলে অপারেটর বদল ভেবে দেখুন
৪জি ইন্টারনেট থাকার পরও যদি স্পিড না পান, তাহলে প্রথমেই নেটওয়ার্ক মোড ও ব্যাকগ্রাউন্ড অ্যাপ নিয়ন্ত্রণে আনুন। ছোটখাটো এই সেটিংস বদল আপনার ফোনে এনে দিতে পারে সুপারফাস্ট ব্রাউজিং ও স্ট্রিমিং অভিজ্ঞতা।
ইমরান