ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

মহাবিশ্বে সবচেয়ে বড় জলাধারের সন্ধান!

প্রকাশিত: ১৯:৩৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

মহাবিশ্বে সবচেয়ে বড় জলাধারের সন্ধান!

ছবি: সংগৃহীত

জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বের সবচেয়ে বড় জলাধারের সন্ধান পেয়েছেন, যেখানে পৃথিবীর সমস্ত মহাসাগরের পানির তুলনায় ১৪০ ট্রিলিয়ন গুণ বেশি পানি রয়েছে।

এই বিশাল জলীয় বাষ্পের মেঘটি কোয়াসার APM 08279+5255-এর চারপাশে ঘিরে রয়েছে, যা পৃথিবী থেকে ১২ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত।

এই কোয়াসারের কেন্দ্রস্থলে রয়েছে একটি অতিমাত্রায় ভরযুক্ত ব্ল্যাক হোল, যা আমাদের সূর্যের ভরের ২০ বিলিয়ন গুণ। এটি এক হাজার ট্রিলিয়ন সূর্যের সমপরিমাণ শক্তি বিকিরণ করে, যা মহাবিশ্বের আদিম অবস্থার একটি ঝলক উপস্থাপন করে।

এই আবিষ্কার প্রমাণ করে যে বিলিয়ন বছর আগেও মহাবিশ্বে জলীয় বাষ্পের উপস্থিতি ছিল, যা ইঙ্গিত দেয় যে জীবনের মৌলিক উপাদানগুলো মহাবিশ্বের ইতিহাসের দীর্ঘ সময়জুড়ে বিদ্যমান ছিল।

তবে কোয়াসারটির চারপাশের অঞ্চল সাধারণ গ্যালাক্টিক পরিবেশের তুলনায় অনেক ঘন ও উষ্ণ, যা ছায়াপথ, ব্ল্যাক হোল এবং নক্ষত্রের গঠন ও বিকাশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।

সূত্র: দ্য এস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স

এম.কে.

×