‘কত যে আপন’ নাটকের দৃশ্যে রোহান ও তোটিনী
টিভি চ্যানেলের পাশাপাশি এখন বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান তাদের ইউটিউব চ্যানেলেও নিয়মিত নাটক প্রকাশ করছে। তারই ধারাবাহিকতায় ঈদুল ফিতর উপলক্ষে তানভীর মাহমুদ অপুর প্রযোজনায় সুলতান এন্টারটেইনমেন্ট প্রকাশ করছে বিশটি নাটক। এগুলো হলো- মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘সুইট হানিমুন’।
অভিনয়ে-মুসফিক আর ফারহান ও তানজিন তিশা। মোহাম্মদ মিফতা আনান পরিচালিত ‘নূরজাহান’। অভিনয়ে-মুসফিক আর ফারহান ও সাদিয়া আয়মান। ইমরুল রাফাত পরিচালিত ‘দেখা হবে বন্ধু’। অভিনয়ে-ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। রাফাত মজুমদার রিংকু পরিচালিত ‘কত যে আপন’। অভিনয়ে-ইয়াস রোহান ও তোটিনী। জুবায়ের ইবনে বকর পরিচালিত ‘বউয়ের দাঁত ৩২’। অভিনয়ে-মোশারফ করিম ও জান্নাতুল সুমাইয়া হিমি। মাহমুদ মাহিন পরিচালিত ‘ঢাকা মেট্রো’। অভিনয়ে-ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। মাহমুদ মাহিন পরিচালিত ‘অ-প্রেমের কবিতা’। অভিনয়ে-খাইরুল বাশার ও তোটিনী। একই নির্মাতার ‘কিছু গল্পের নাম থাকে না’। অভিনয়ে-ইয়াস রোহান ও সামিরা খান মাহি। সকাল আহমেদ পরিচালিত ‘অশিক্ষিত’। অভিনয়ে-চঞ্চল চৌধুরী ও সারিকা শবনম। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘টোপ’। অভিনয়ে-মুসফিক আর ফারহান ও ফারুক আহমেদ। মহিদুল মহিম পরিচালিত ‘মনের আকাশে তুমি’। অভিনয়ে-ইরফান সাজ্জাদ ও কেয়া পায়েল। মেহেদী হাসান জনি পরিচালিত ‘ইয়ো ইয়ো জামাই’। অভিনয়ে- নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। জাকারিয়া সৌখিন পরিচালিত ‘শহরে প্রেমের ঘ্রাণ’। অভিনয়ে-অপূর্ব ও তাসনিয়া ফারিন। জিয়াউদ্দিন আলম পরিচালিত ‘জীবন সংসার’। অভিনয়ে-শামীম হাসান সরকার ও তাসনুভা তিশা। অরুন চৌধুরী পরিচালিত ‘ছিলো প্রেমের মতো’। অভিনয়ে-খায়রুল বাশার ও চমক। জিয়াউদ্দিন আলম পরিচালিত ‘বিয়ের ফুল’। অভিনয়ে-জামিল হোসেন ও জারা নূর।