ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন জাকারবার্গ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২:৪৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন জাকারবার্গ

জাকারবার্গ

জাকারবার্গের দক্ষিণ কোরিয়া সফরের পরিকল্পনার বিষয়টি গত সপ্তাহে নিশ্চিত করেছে ফেইসবুকের মালিক কোম্পানি মেটাও। 

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মতামত বিনিময়ের লক্ষ্যে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে আলোচনায় বসছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

মঙ্গলবার অনুষ্ঠিতব্য মার্ক জাকারবার্গের এ বৈঠকের কথা জানিয়েছে সংবাদমাধ্যম ফুজি টেলিভিশন। প্রতিবেদন অনুসারে, দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাংয়ের সঙ্গে এআই নিয়ে আলোচনার লক্ষ্যে এ মাসের শেষে দক্ষিণ কোরিয়া সফর করবেন জাকারবার্গ।

এ সফরে জাকারবার্গ স্যামসাংয়ের চেয়ারম্যান জে ওয়াই লি’র সঙ্গে দেখা করবেন। ধারণা করা হচ্ছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়েলের সঙ্গেও দেখা করবেন তিনি। এদিকে, জাকারবার্গের দক্ষিণ কোরিয়া সফরের পরিকল্পনার বিষয়টি গত সপ্তাহে নিশ্চিত করেছে ফেইসবুকের মালিক কোম্পানি মেটা।

এআই প্রযুক্তি বিকাশের দৌড়ে এগিয়ে যেতে এরইমধ্যে কাজ করছে জাপানের সরকার ও দেশটির কর্পোরেট খাত। এদিকে, এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ ও অবকাঠামো নিয়ে আলোচনার লক্ষ্যে গত বছর ওপেনএআইয়ের নির্বাহী প্রধান স্যাম অল্টম্যান ও মার্কিন গ্রাফিক্স চিপ নির্মাতা এনভিডিয়া’র প্রধান জেনসেন হুয়াংয়ের সঙ্গে দেখা করেছেন কিশিদা।

এস

×