ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

অপছন্দ ব্যাক্তিদের এক ক্লিকেই আনফ্রেন্ড করবেন যেভাবে 

প্রকাশিত: ১৪:১৭, ২৬ নভেম্বর ২০২৩; আপডেট: ১৪:৩৩, ২৬ নভেম্বর ২০২৩

অপছন্দ ব্যাক্তিদের এক ক্লিকেই আনফ্রেন্ড করবেন যেভাবে 

মেটা 

আমাদের  দেশে অন্তত একটা ফেসবুক একাউন্ট নেই, এমন মানুষ খুঁজতে হলে হারিকেন জালিয়ে খুঁজতে হবে। ফেসবুক এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্দ অংশ হিসেবে জায়গা করে নিয়েছে। আমি কখন কি খাচ্ছি, কি করছি সব কিছুই আমরা ফেসবুকের মাধ্যমে বন্ধুদের জানাতে পছন্দ করি। একারণেই দেখা যায়, ফেসবুকে হরেক রকমের মতামতের অনেক কিছুই আমাদের পছন্দ হয় না। 

কিন্তু সমস্যাটা তৈরি হয়, যখন এধরণের মানুষের সংখ্যা বাড়তে থাকে। তখন দেখা যায়, খুঁজে খুঁজে এসব অপছন্দের ব্যাক্তিদের আনফ্রেন্ড করা সম্ভব হয়ে উঠে না। এবার এ সমস্যার সমাধান নিয়ে এলো মেটা। এখন থেকে খুব সহজেই আমি যাদের সাথে শেষ ৯০ দিন ইন্টারেক্ট করেন না তাঁদেরকে আনফ্রেন্ড করতে পারবেন। এছাড়াও ফেসবুক আইডিতে একেবারে ইনঅ্যাকটিভ বা যাদের আইডি ডিঅ্যাকটিভ বহুদিন থেকে তাদেরকে খুব সহজেই বের করে আনফ্রেন্ড করে দিতে পারবেন।

দেখে নিন খুব সহজেই কীভাবে আপনার অপছন্দের এসব মানুষদের আপনি আনফ্রেন্ড করতে পারবেন।

>> প্রথমেই আপনার ফোনে ফেসবুক অ্যাকাউন্টটি লগইন করুন।
>> এবার আপনার ফ্রেন্ডলিস্টে যান।
>> সি অল ফ্রেন্ডস অপশনে ক্লিক করুন।
>> এরপর পাবেন ম্যানেজ অপশন, সেটিতে ক্লিক করে এগিয়ে যান।
>> লিস্ট ইন্টারেকটেড উইথ অপশনে ক্লিক করুন।
৫. এখানে যাদের নাম আসবে তাঁদের পোস্টে কিংবা ছবিতে গত ৩ মাসে সবচেয়ে কম লাইক কমেন্ট করেছেন আপনি কিংবা ইনবক্সে ম্যাসেজ কম দিয়েছেন।  
৬. এখন যাদেরকে আপনি আনফ্রেন্ড করতে চান তাদের নামের পাশে আনফ্রেন্ড অপশনে ক্লিক করে আনফ্রেন্ড করতে পারেন।

এবি 

×