ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

বন্ধ হচ্ছে টুইটারের ব্লক অপশন

প্রকাশিত: ২১:২৮, ১ সেপ্টেম্বর ২০২৩

বন্ধ হচ্ছে টুইটারের ব্লক অপশন

.

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম হলো টুইটার। সেখানে প্রত্যেকে চাইলে তাদের পছন্দের সেলিব্রিটি এবং পরিচিতদের ফলো করতে পারে। টুইটারে ছবিসহ বার্তা শেয়ার করা যায়। সেগুলোকে বলা হয় টুইট। একজন ব্যক্তি তার অ্যাকাউন্ট থেকে আগে সর্বোচ্চ ১৪০ শব্দের টুইট করতে পারতেন যা এখন বর্ধিত করে দ্বিগুণ অর্থাৎ ২৮০ শব্দ করা হয়েছে। ২০২২ সালের ২৫ এপ্রিল ম্পেস এক্স এবং টেসলার সি.. ইলন মাস্ক হাজার চারশত কোটি মার্কিন ডলারের বিনিময়ে টুইটার কিনে নেন।

কেনার পর থেকেই সফটওয়্যারটির নানান পরিবর্তন ঘটিয়ে চলেছেন ইলন মাস্ক। ব্র্যান্ডের নাম থেকে লোগো সবকিছুতেই এসেছে পরিবর্তন। যা নিয়ে প্রায় সময় বিতর্কের মুখে পড়তে হয়েছে তাকে। আবার অনেকে সমর্থন করেছেন পরিবর্তন। মাইক্রো ব্লগিং সাইট এর নাম পাল্টে রেখেছেনএক্স প্রায় সবগুলো সামাজিক যোগাযোগ সাইটের মতো টুইটারেও আছে ব্লকিং অপশন। যদি ব্যবহারকারী  কাউকে নিজের অ্যাকাউন্টে দেখতে না চান বা কারও টুইট তার পছন্দ না হয় তাহলে তাকে ব্লক করে দিলেই আর দেখতে হবে না। কিন্তু যদি ব্লকিং অপশনই বন্ধ হয়ে যায় তাহলে কেমন হবে? ডি এম বা ডিরেক্ট মেসেজ ছাড়া মাইক্রোব্লগিং সাইটএক্সথেকে বাতিল করা হচ্ছে ব্লকিং অপশন, এমনই ঘোষণা দেন ইলন মাস্ক।  আরও জানা যায় ভেরিফিকেশন পদ্ধতিতেও আসবে পরিবর্তন। তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই টুইটারের সক্রিয় ব্যবহারকারীরা এই ব্যাপারে জানিয়েছে ক্ষোভ। নিরাপত্তা নিয়ে শঙ্কা জানান অনেকেই। তাদের মতে ব্লকিং ফিচারটি বাদ দিয়ে দিলে সামাজিক মাধ্যমে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। আগে বেশ কয়েকবার ইলন মাস্ক টুইটার নিয়ে সিরিয়াস ধরনের মজা করেছেন।

এটি সেরকম কোনো মজা কিনা তা নিয়েও সন্দিহান অনেকেই। কিন্তু ইলন বলেন ব্লক অপশন রাখার কোনো যৌক্তিকতা নেই। টুইটারে ব্লক  না করা গেলেও মিউট করা যাবে। সেক্ষেত্রে যে প্রোফাইলটি মিউট করবেন সেটির কোনো পোস্ট বা পোস্ট এর নোটিফিকেশন পাবে না তবে সেটি টাইমলাইনে থেকে যাবে। তবে ব্লক এর সঙ্গে মিউট এর কিছু পরিবর্তন আছে। কাউকে ব্লক করলে তার কাছে নোটিফিকেশন চলে যায় এতে খানিকটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

আইটি প্রতিবেদক

 

×