ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গবেষকরা তৈরি করলেন রোবট তেলাপোকা

প্রকাশিত: ১৯:১৬, ৬ সেপ্টেম্বর ২০২২; আপডেট: ১৯:৪৫, ৬ সেপ্টেম্বর ২০২২

গবেষকরা তৈরি করলেন রোবট তেলাপোকা

রোবট তেলাপোকা

রোবট কুকুরের দেখা মিলেছে বেশ আগেই। এবার তেলাপোকার আদলে রোবট তৈরি করেছেন জাপানের গবেষকেরা। রিমোট কন্ট্রোলের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায় রোবট তেলাপোকাটি। ফলে এটি কাজে লাগিয়ে পরিবেশ পরিবর্তনবিষয়ক গবেষণার পাশাপাশি বিপজ্জনক অঞ্চলে অনুসন্ধান এবং উদ্ধার কার্যক্রমের তথ্য সংগ্রহ করা যাবে।

রাইকেনের গবেষকদের তৈরি রোবট তেলাপোকাটির পায়ের নড়াচড়া দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। পিঠে ছোট আকারের নমনীয় সৌরকোষ বা সেল থাকায় সূর্যের আলো কাজে লাগিয়ে দীর্ঘ সময় পথ চলতে পারে রোবট তেলাপোকাটি। সমতলের পাশাপাশি উঁচু–নিচু পথ চলতে সক্ষম  এটি । রোবট তেলাপোকাটির পিঠে ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্র যুক্ত করা হয়েছে। ফলে স্বচ্ছন্দে পথ চলতে পারে।
 

এমএস

×