
ছবি: মুফতি আমির হামজা
ইসলামি আলোচক মুফতি আমির হামজা বলেছেন, কোন বিষয়কে হারাম বলতে হলে শরীয়তের দলিল লাগবে। যদি কোনো বিষয়কে হারাম বলতে হয় তাহরে তিনটি বিষয় এর মধ্যে থাকতে হবে। কোন বিষয়কে আন্তাজে হারাম বলা ঠিক হবে না। এদেশে মানুষ যা দেখে তাই হারাম বলে।কোন বিষয়কে হারাম বলার আগে দেখতে হবে তিনটা শর্ত আছে কিনা।
এক নাম্বারে এটা অশ্লীল হতে হবে উশৃংখল হতে হবে যদি এটা এমন হয় তাহলে এটা হারাম বলতে পারবো।
দ্বিতীয়ত হলো যে বিষয়টাকে হারাম বলবো সেটা নাপাক হতে হবে।
তৃতীয়ত,এটা ক্ষতিকারক হতে হবে। নিজের শরীর, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য যদি ক্ষতিকারক হয় তাহলে সেই বিষয়টাকে হারাম বলা যাবে।
আমাদের দেশে মানুষ বিচার বিবেচনা না করেই কোন কিছুকে হারাম বলে দেয়। মনে রাখবেন যখন আপনি কোনো বিষয়কে হারাম বলবেন তখন আপনাকে খুঁজতে হবে তিনটি বিষয় এর মধ্যে আছে কিনা।
সাইদ