ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

নিজ অর্থে কর্দমাক্ত রাস্তা সংস্কার করিয়েছেন প্রবাসী বিএনপি নেতা

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১০:১২, ২৫ জুলাই ২০২৫

নিজ অর্থে কর্দমাক্ত রাস্তা সংস্কার করিয়েছেন প্রবাসী বিএনপি নেতা

ছবি- দৈনিক জনকণ্ঠ

নিজ অর্থে কর্দমাক্ত রাস্তা বালু ভরাট করে জনসাধারণের জন্য চলাচলের উপযুক্ত করে দিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন  প্রবাসী বিএনপি নেতা বুলবুল চোকদার।

জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব বেজহার গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন থেকে কর্দমাক্ত হয়ে চলাচলের জন্য সম্পূর্ণরূপে অনুপযোগি হয়ে পরে।

এনিয়ে একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে ওই এলাকার বাসিন্দা ও প্রবাসী বিএনপি নেতা বুলবুল চোকদারের। পরবর্তীতে তিনি খোঁজ খবর নিয়ে ব্যক্তিগত অর্থায়নে রাস্তার কর্দমাক্ত অংশে বালু ভরাট করে রাস্তাটি চলাচলের জন্য উপযোগী করে দিয়েছেন।
 
বিএনপি নেতা বুলবুল পশ্চিম বেজহার গ্রামের সাবেক ইউপি সদস্য আবু সাইদ চোকদারের ছেলে এবং সৌদি আরব পূর্বাঞ্চল শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতে মোবাইল ফোনে প্রবাসী বিএনপি নেতা বুলবুল চোকদার বলেন, কর্দমাক্ত রাস্তাটির সচিত্র প্রতিবেদন দেখে ওই এলাকায় আমার লোকজন পাঠিয়ে জানতে পারি রাস্তাটি দীর্ঘদিন থেকে অবহেলিত। তাই এলাকাবাসীর চলাচলের জন্য প্রাথমিকভাবে বালুর বস্তা ফেলে সংস্কার করা হয়েছে। তিনি আরও বলেন, এলাকার যেকোন সমস্যা সমাধানে পূর্বেও মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।  

নোভা

×