
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, “১৯৭১ আমাদের ভিত্তিমূল। এটি অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। কেউ যদি একে বাইপাস করে এগোতে চায়, তাদের সেই রাজনীতি বুমেরাং হয়ে ফিরে আসবে।”
মঙ্গলবার (১৩ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সম্মেলনের আয়োজন করা হয়েছিল সংগঠনটির যুব শাখা ‘জাতীয় যুব শক্তি’র আত্মপ্রকাশ উপলক্ষে।
নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, “আমরা ‘সোনার বাংলা’ বা ‘গোল্ডেন বাংলা’ বলে যে স্বপ্নের বাংলাদেশ কল্পনা করি, সেটি এখনো পুরোপুরি বাস্তব হয়নি। আমাদের স্বপ্নের বাংলাদেশ এখনো গড়ে ওঠেনি। তবে আমরা আমাদের জাতীয় সংগীতকে হৃদয় দিয়ে বিশ্বাস করি এবং চাই একটি সুন্দর, সমৃদ্ধ, ও সত্যিকারের সোনার বাংলা গড়ে উঠুক।”
তিনি জাতীয় সংগীত অবমাননাকারীদের উদ্দেশে বলেন, “জাতীয় সংগীত কিংবা মুক্তিযুদ্ধের মূল্যবোধ অবমাননা করে কেউ যদি রাজনীতি করতে চায়, তাহলে সেটা দেশের মানুষের হৃদয়ের ওপর আঘাতের শামিল হবে। আমরা সেসব কার্যকলাপের তীব্র বিরোধিতা করি।”
তিনি আরও বলেন, “যারা বাংলাদেশের মূল ভিত্তি তথা ১৯৭১ সালের চেতনা ও জাতিসত্তাকে উপেক্ষা করে রাজনীতিতে প্রবেশ করতে চায়, তাদের বুঝতে হবে, সেটি টেকসই হবে না। জাতীয় স্বার্থ নিয়ে কোনো আপস বা অবমাননা আমাদের পক্ষ থেকে কখনোই মেনে নেওয়া হবে না।”
এদিকে, পৃথক এক ঘটনায় 'জুলাই ঐক্য' নামের একটি সংগঠন আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।
আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির যুব শাখা ‘জাতীয় যুব শক্তি’। তারই অংশ হিসেবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=wpNSQ-bqiyw
এম.কে.