ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

বরিশাল মহানগর বিএনপির দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ২৩:০৬, ১৩ মে ২০২৫

বরিশাল মহানগর বিএনপির দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ

ছবি: সংগৃহীত

বরিশাল নগরীতে যুবলীগ নেতার হয়ে জমি দখল চেষ্টার ঘটনায় অভিযুক্ত মহানগর বিএনপির দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ নোটিশ দেয়া হয়। আজ মঙ্গলবার দিবাগত রাতে দেওয়া শোকজে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।          

বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী শোকজে স্বাক্ষর করেছেন। নোটিশপ্রাপ্ত দুজন হলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন খান ও মাহফুজুর রহমান। নোটিশ পাওয়ার কথা স্বীকার করে মাহফুজুর রহমান বলেন, ‘আমি জমি দখল করতে যাইনি, দলের কাছে যৌক্তিক জবাব দেবো’।                                      

উল্লেখ্য, ওই দুই যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের পদ স্থগিত থাকা আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুর নেতৃত্বে শতাধিক লোক গত রবিবার রাত নয়টার দিকে ২৮ নম্বর ওয়ার্ডের বিরোধীয় এক একর ৪৮ শতক জমি দখল চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে। তখন স্থানীয়দের ধাওয়ার মুখে তারা পালিয়ে যান।             

জানা গেছে, জমির মালিক দাবীদার হলেন আত্মগোপনে থাকা মহানগর যুবলীগের যুগ্ন আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন। জমি নিয়ে মামুনের পরিবারের সাথে স্থানীয় বাসিন্দা শওকত হোসেনের আদালতে মামলা চলমান রয়েছে।

৫ আগস্টের পর শওকত জমি দখলে নিয়েছেন। বিএনপি নেতারা মামুনের পক্ষে অলিখিত চুক্তিতে পাল্টা দখল করতে গিয়েছিলেন। গত ২৬ মার্চ বালুমহাল দরপত্র বাগাতে এক সেনাসদস্যকে অপহরণের পর মারধরের ঘটনায় মঞ্জুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের পদ স্থগিত করা হয়।       

আসিফ

আরো পড়ুন  

×