
ছবি: সংগৃহীত
জামায়াত নেতা দেলাওয়ার হোসেন বলেছেন, “জাতীয় সংগীতের বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা যে জাতীয় সংগীতটি বর্তমানে প্রচলিত, সেটির সঙ্গেই একমত এবং সেটিকে আমরা ধারণ করি। এ বিষয়ে ভিন্নমতের কোনো প্রশ্নই ওঠে না।”
তিনি উপদেষ্টা মাহফুজ আলমের একটি ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে বলেন, “প্রথমেই বলতে চাই, মাহফুজ আলম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। এই অবস্থান থেকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ নেই। কারণ, তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য নন। সুতরাং রাজনৈতিক দলভুক্ত না হয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়া তার পক্ষে প্রাসঙ্গিক নয়।”
তিনি আরও বলেন, “মাহফুজ আলম যে শাহবাগ আন্দোলনের প্রসঙ্গ তুলেছেন, সেটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়, বরং ছাত্রজনতার একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল। সেই আন্দোলনে রাজনৈতিক ব্যানার ছাড়াই বিভিন্ন মানুষ নিজ নিজ অবস্থান থেকে অংশ নিয়েছিলেন। সেখানে কেউ যদি একটি স্লোগান দেন, তার দায়ভার কোনো রাজনৈতিক সংগঠনের ওপর বর্তায় না। কাজেই ষড়যন্ত্রমূলকভাবে এসব বক্তব্য দিলে তা গ্রহণযোগ্য নয়।”
জাতীয় সংগীত প্রসঙ্গে দেলাওয়ার হোসেন বলেন, “সেই আন্দোলনে অনেক ইসলামপন্থী দল ও সাধারণ মানুষও উপস্থিত ছিলেন। কেউ যদি প্রমাণ করতে পারেন যে কেউ জাতীয় সংগীত গাওয়ার ক্ষেত্রে বাধা দিয়েছে, তাহলে সে ব্যক্তি দায়ী হবেন এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের দলের পক্ষ থেকে আমরা এটাই বলতে চাই— জাতীয় সংগীত নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই।”
ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=c0kwYuDoZls
এম.কে.