ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

মুক্তিযোদ্ধার দিকে তেড়ে গেলেন জামায়াত নেতা: যা জানা গেল

প্রকাশিত: ১৬:২৯, ২৭ এপ্রিল ২০২৫

মুক্তিযোদ্ধার দিকে তেড়ে গেলেন জামায়াত নেতা: যা জানা গেল

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে মুক্তিযোদ্ধার বক্তব্যে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতের এক নেতার বিরুদ্ধে। 

শনিবার বিকেলে শহরের শহীদ সাটু অডিটরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

জেলা পুলিশের আয়োজনে হওয়া এ সমাবেশের প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান। সমাবেশে মুক্তিযোদ্ধা সংসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সাবেক সহকারী কমান্ডার মো. তরিকুল আলম বক্তব্য রাখতে ওঠেন। তিনি মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাম্প্রতিক সময়ের চব্বিশের অভ্যুত্থানের তুলনা নিয়ে কথা বলছিলেন। এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান উত্তেজিত হয়ে তার বক্তব্যে বাধা দেন এবং একাধিকবার তরিকুল আলমের দিকে তেড়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এক ভিডিও ফুটেজে দেখা গেছে, লতিফুর রহমান উত্তেজিতভাবে তরিকুল আলমের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তাকে থামানোর চেষ্টা করছেন। পরিস্থিতি শান্ত করতে উপস্থিত পুলিশ কর্মকর্তারা ও আয়োজকরা হস্তক্ষেপ করেন।

ফারুক

×