
ছবি: সংগৃহীত
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন। পাশাপাশি, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বানও জানান তিনি।
আজ রবিবার বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে এক বৈঠক শেষে এসব দাবি তুলে ধরেন নুর। তিনি বলেন, “এই সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হবে।”
বর্তমানে আসিফ মাহমুদ শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে রয়েছেন।
নুর আরও উল্লেখ করেন, এর আগে নাহিদ ইসলাম নামের আরেকজন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের দায়িত্ব গ্রহণ করেছেন।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/16PRdwRDsX/
মারিয়া