
ছবি : সংগৃহীত
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখী আক্তারকে আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।
জানা যায়, বৈশাখী আক্তার ইডেন কলেজের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। বিভাগীয় কাজে ক্যাম্পাসে আসলে শিক্ষার্থীরা তাকে শনাক্ত করে ঘেরাও করেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
বৈশাখী আক্তারের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলা, হলে সিট-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। বিশেষ করে গত জুলাই মাসের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার নাম উঠে আসে। এ ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীরা তার শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।
বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তাকে (বৈশাখি) উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ইডেন কলেজে অনার্সের সার্টিফিকেট তুলতে গেলে তাকে আটক করে শিক্ষাথীরা।
/মো. মহিউদ্দিন