ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

জেড আই খান পান্না

মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ হয়েছে এটা তো প্রাভদা নিউজ আগেই প্রকাশ করেছে

প্রকাশিত: ১০:১৭, ৮ জানুয়ারি ২০২৫; আপডেট: ১২:০৯, ১১ জানুয়ারি ২০২৫

মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ হয়েছে এটা তো প্রাভদা নিউজ আগেই প্রকাশ করেছে

ছবি: সংগৃহীত

সম্প্রতি বীর মুক্তিযোদ্ধা এবং প্রবীণ আইনজীবি জেড আই খান পান্না বলেছেন, 'যারা মুক্তিযুদ্ধের বিরোধী তাদের মুখে এইসব কথা শোভা পায়।' 

জেড আই খান পান্না একজন বাংলাদেশী আইনজীবী এবং মানবাধিকার কর্মী। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী বলেন, '৩০ লাখ শহীদের কথা তো নতুন কোনো কথা না এটা তো পুরোনো বিষয়। যারা মুক্তিযুদ্ধের বিরোধী তাদের মুখেই এই কথা অহরহ শোভা পায়।'

মেজর ডালিমকে ইংগিত করে তিনি বলেন, 'আপনারা তো সাংবাদিক খুঁজে বের করেন, উনি কবে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলেন সশরীরে এবং কয়টা যুদ্ধে অংশগ্রহন করেছিলেন, খোঁজ করে দেখেন ইজিলি পাবেন।'

এ নিয়ে তিনি আরও বলেন, ' ওনার চোখে হয়তো সংখ্যাটা ৩ লাখ। নদী মাতৃক দেশ ছিল তো। আমার এখনো খেয়াল আছে যে অক্টোবর নভেম্বর পর্যন্ত অধিক প্লাবন হয়ে গেছিল এবং নদী দিয়ে কত লাশ যে ভেসে গেছে তা চিন্তার বাইরে।' 

শহীদের সংখ্যা প্রকাশ নিয়ে তিনি বলেন, '১৯৭২ সালেই ৪ঠা জানুয়ারিতেই প্রাভদা প্রকাশ করেছিল ৩০ লাখ শহীদের কথা। কমিউনিস্ট পার্টির সাথে তো আমাদের মুক্তিবাহিনির কোনো সম্পর্ক ছিল না।' 

প্রসঙ্গত, প্রাভদা কমিউনিস্ট পার্টির পত্রিকা। প্রথম ১৯০৫ সালে ইউক্রেরিয়ান স্পিলিকা পার্টি দ্বারা চালু হয়েছিল।

 

সূত্রঃ https://www.youtube.com/watch?v=oozsTQ74q5M

শিলা ইসলাম

×