ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

বৃহস্পতিবার ঢাকায় ফিরছেন ব্যারিস্টার রাজ্জাক

প্রকাশিত: ২২:৫৩, ২৫ ডিসেম্বর ২০২৪

বৃহস্পতিবার ঢাকায় ফিরছেন ব্যারিস্টার রাজ্জাক

সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

দীর্ঘ ১১ বছর পর বৃহস্পতিবার ঢাকায় ফিরবেন সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। বুধবার (২৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন ব্যারিস্টার রাজ্জাকের জুনিয়র ব্যারিস্টার মাহমুদ আল-মামুন হিমু। 

তিনি জানান, সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আগামীকাল বৃহস্পতিবারঢাকায় ফিরবেন। দিবাগত রাত ১টার দিকে কুয়েত এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

যদিও বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবীর। কিন্তু নির্ধারিত ফ্লাইট ডিলের কারণে তিনি পৌঁছাতে দেরি হবে বলে জানানো হয়েছে। 

উল্লেখ্য, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হলে, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামায়াতে ইসলামীর নেতাদের প্রধান আইনজীবী ছিলেন। ২০১৩ সালে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়। একই বছরের ১৭ ডিসেম্বর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইংল্যান্ডে চলে যান।

আশিকুর রহমান

আরো পড়ুন  

×