ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

চাটখিলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, চাটখিল (নোয়াখালী)

প্রকাশিত: ১৯:০৩, ১৪ নভেম্বর ২০২৪

চাটখিলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাটখিল থানা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

 

চাটখিল থানা সভাপতি মাওলানা খুরশিদ আলম তালহা’র সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী উত্তর শাখা সেক্রেটারী মাওলানা কামাল উদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নোয়াখালী উত্তর সভাপতি মুফতি মুহাম্মদ আছেম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী উত্তর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুর রহীম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন নোয়াখালী উত্তর সভাপতি ডা. শাহাদাত হোসেন শাহীন, ইসলামী যুব আন্দোলন নোয়াখালী উত্তর সেক্রেটারী জিএম মাহমুদুল হাসান হামেদী, ইসলামী ছাত্র আন্দোলন নোয়াখালী উত্তর সভাপতি মুহাম্মদ ইকবাল হুসাইন সহ চাটখিল উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ছাত্র-জনতার অংশগ্রহনে জাতি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছে। ছাত্র-জনতার প্রত্যাশিত বাংলাদেশ গঠনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নাই উল্লেখ করে তারা বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই সমাজের সকল বৈষম্য দূর হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে। ফলে শহীদদের রক্তের দায় কিছুটা হলেও পরিশোধ হবে।

এমএম

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে