বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘রাজনীতির জায়গায় যদি ভালো মানুষগুলো না যায়, দিন শেষে আপনি এই দেশে যা–ই হোন না কেন, ওই খারাপ মানুষদের দ্বারা আপনাকে শাসিত ও শোষিত হতে হবে।’
সারজিস আলম বলেন, ‘আপনি যদি চান যোগ্য মানুষগুলো, মেধাবী মানুষগুলো দেশের কার্যক্রম পরিচালনায় যাক, আপনি যদি চান দেশের তরুণ প্রজন্ম এবং শিক্ষিত প্রজন্মটি ওই সংসদে গিয়ে আপনার জন্য নীতি নির্ধারণ করুক, তাহলে হয় আপনাকে রাজনীতিবিদ হতে হবে, না হয় আপনাকে রাজনৈকভাবে সচেতন হতে হবে। কারণ, দিন শেষে রাজনীতির বাইরে কিছুই নাই।’
ছাত্র–জনতার উদ্দেশে সারজিস আলম বলেন, ‘আপনাদের হয় মেধাবী এবং দক্ষতাসম্পন্ন হয়ে রাজনীতিতে প্রবেশ করতে হবে। অথবা রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে হবে।’
রবিবার বিকেলে মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ মাঠ প্রাঙ্গণে ছাত্র–জনতার সঙ্গে মতবিনিময় সভায় সারজিস আলম এসব কথা বলেন।
এবি