ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিদেশিদের হাতে-পায়ে ধরছে বিএনপি

প্রকাশিত: ২১:১০, ১৭ মার্চ ২০২৩

বিদেশিদের হাতে-পায়ে ধরছে বিএনপি

ড. মো. আব্দুর রাজ্জাক।

বিএনপি বিদেশিদের কাছে বারবার ধরনা দিচ্ছে, তাদের হাতে-পায়ে ধরছে বলে জানিয়েছেন 
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।
শুক্রবার (১৭ মার্চ) দুপুরে টাঙ্গাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি বিদেশিদের কাছে বারবার ধরনা দিচ্ছে, তাদের হাতে-পায়ে ধরছে।
বিদেশিদের কাছে কাকুতি-মিনতি করে বিএনপি সফল হবে না। সংবিধানের বাইরে আমাদের কিছুই করার নেই। কোনো বিদেশি শক্তি আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না।

মন্ত্রী বলেন, একসময় স্বচ্ছ ব্যালট বাক্স ছিল না, সেটা আমরা করেছি। বিএনপির আমলে ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার ছিল, সেটি আমরা দূর করেছি। বিদেশিদের এরকম কোনো পরামর্শ ও প্রযুক্তি যদি থাকে যার মাধ্যমে নির্বাচনকে আরো স্বচ্ছ ও সুন্দর করা যাবে, তাহলে তা আমরা বিবেচনায় নেব।

তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি না আসলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে। কোনো ধর্মভিত্তিক দলের সঙ্গে আওয়ামী লীগ একই প্ল্যাটফর্ম গঠন করবে না। তবে ধর্মভিত্তিক দলগুলো আওয়ামী লীগের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করতে পারে, যোগ দিতে পারে।
 

এমএম 

×