ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আত্মসমর্পণ করে জামিন পেলেন ইশরাক

প্রকাশিত: ১৫:৫৯, ২২ জানুয়ারি ২০২৩

আত্মসমর্পণ করে জামিন পেলেন ইশরাক

বিএনপি নেতা ইশরাক হোসেন। 

 

গাড়ি পোড়ানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। রবিবার (২২ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালত তার জামিন মঞ্জুর করেন।

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন ইশরাকের আইনজীবী মহিউদ্দিন চৌধুরি।

এর আগে একই আদালতে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি পোড়ানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সালের ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের নির্বাচন বানচাল করার লক্ষ্যে একত্রিত হন আসামিরা। পরে বাংলাদেশ ব্যাংকের বিপরীত পাশে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের পুড়িয়ে মারার উদ্দেশ্যে গাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে গাড়িতে থাকা যাত্রীরা অল্পের জন্য প্রাণে বাঁচেন।

এ ঘটনায় বিএনপি নেতা ইশরাকসহ ৪২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন মতিঝিল থানার উপপরিদর্শক আতাউর রহমান ভূঁইয়া।

এমএম

×