
সীমান্তে পতাকা বৈঠক শেষে মাদক পাচারকারীকে হস্তান্তর।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র হাতে ২৫ পিস ফেনসিডিল সহ সলেট (২৪) নামে বাংলাদেশী এক মাদক পাচারকারী যুবক আটক হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তের ওপার ভারত ভূখন্ড থেকে তাকে আটক করা হয়। সে জামালপুর আশ্রয়ন কলোনীর মোশারফ হোসেনের ছেলে। পরে মাদক সহ আটক বাংলাদেশী যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
বিজিবি সূত্র জানায়, ভারত থেকে মাদক পাচারকালে ১৫২ সীমান্ত পিলার সংলগ্ন জামালপুর সীমান্তের ওপার ভারত সীমানার নাসিরাপাড়া সীমান্ত এলাকা থেকে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল মাদক পাচারকারী সলেটকে ২৫বোতল ফেনসিডিল সহ আটক করে ক্যাম্পে নেয়। খবর পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ জামালপুর বিওপি কমান্ডার বিএসএফ’র হাতে আটক বাংলাদেশীকে ফেরত চেয়ে ভারতের নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পে পত্র দেয়।
পত্র পেয়ে শনিবার দুপুর ২.৪৫ টায় ১৫২ সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ প্রাগপুর কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুর রহমান ও বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার চরমেঘনা বিএসএফ ক্যাম্পের অধিনায়ক ইন্সপেক্টর বাসুদেব শর্মা। ৩.৩০টা পর্যন্ত চলা পতাকা বৈঠকে থানায় মামলা দিয়ে পুলিশে সোপর্দ করার শর্তে ২৫বোতল ফেনসিডিল সহ মাদক পাচারকারী সলেটকে বিজিবি’র কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। পরে তাকে দৌলতপুর থানা সোর্প করে বিজিবি।
এমএস