ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নয়াপল্টনের সহিংসতায় যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্বেগ

প্রকাশিত: ২১:৫০, ৮ ডিসেম্বর ২০২২

নয়াপল্টনের সহিংসতায় যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্বেগ

যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্বেগ

নয়াপল্টনে বিএনপির সঙ্গে পুলিশের সহিংসতার একদিন পর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। এছাড়া রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের সংঘর্ষে হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ফেসবুকের ভেরিফায়েড পেজে এ নিয়ে একটি পোস্ট করে দূতাবাস। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের নামে এ বিবৃতি পোস্ট করা হয়।

বিবৃতিতে সকলকে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে এবং সহিংসতা, হয়রানি ও ভীতি প্রদর্শন থেকে বিরত থাকতে বলা হয়। এসময় সরকারকে সহিংসতার এই রিপোর্টগুলো তদন্ত করতে আহ্বান জানান হাস।

তিনি আরও বলেন, ঢাকায় ভীতি প্রদর্শন ও সহিংসতার খবরে আমরা উদ্বিগ্ন। এ ঘটনার তদন্ত এবং মতপ্রকাশে স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন নিশ্চিত করার জন্য আমরা সরকারকে উৎসাহিত করছি।

 

এমএম

×