ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নয়াপল্টনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা, সতর্ক অবস্থানে পুলিশ

প্রকাশিত: ১৫:০০, ৭ ডিসেম্বর ২০২২; আপডেট: ১৫:২০, ৭ ডিসেম্বর ২০২২

নয়াপল্টনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা, সতর্ক অবস্থানে পুলিশ

সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে জড়ো বিএনপির নেতাকর্মীরা

১০ তারিখের সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (৭ ডিসেম্বর) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সরব হয়ে উঠছে নয়াপল্টন। বাড়ছে নেতাকর্মীদের উপস্থিতি, দিচ্ছেন বিভিন্ন স্লোগান।

এদিকে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সমাবেশে যোগ দিতে ভোলা থেকে আসা চরফ্যাশন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমি গত ৫ তারিখেই ঢাকা চলে আসছি। আমাদের চরফ্যাশন ইউনিয়ন থেকে কম করে হলেও দুই হাজার নেতাকর্মী ঢাকায় চলে এসেছে। গণসমাবেশ ঘিরে সরকার গণপরিবহন বন্ধ করে দিতে পারে, এ কারণে আমরা আগেভাগে ঢাকায় চলে এসেছি।

কুমিল্লা থেকে আসা কামাল নামের একজন বলেন, গত ৩ ডিসেম্বর ঢাকায় এসেছি। আমার নামে এ পর্যন্ত অনেক মামলা হয়েছে। এলাকায়  থাকতে পারি না। এবার হয় সরকার পতন করবো, না হয় মরবো।

এদিকে ১০ ডিসেম্বরের গণসমাবেশ ঘিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে গত কয়েকদিন ধরেই নয়াপল্টন কার্যালয়ের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নয়াপল্টন কার্যালয়ে প্রবেশের দুপাশে ফকিরাপুল ও নাইটেঙ্গেল মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি রাখা হয়েছে সাজোয়া যান ও জলকামান।

এমএম

সম্পর্কিত বিষয়:

×