ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

নীরবসহ বিএনপির ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে পরোয়ানা

প্রকাশিত: ১৫:১২, ৬ ডিসেম্বর ২০২২

নীরবসহ বিএনপির ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে পরোয়ানা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল

রমনা থানার মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরবসহ ৩৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (৬ ডিসেম্বর)  ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সময়ের তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এদিন মামলার হাজিরার দিন ধার্য ছিল। এদিন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাসসহ বেশ কয়েকজন আদালতে হাজিরা দেন। অন্যদিকে সাইফুল ইসলাম নীরবসহ বাকিরা আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করেন।  সময়ের আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এমএম

সম্পর্কিত বিষয়:

×