ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

একজন ভবানী শংকর বিশ্বাস

শরিফুল রোমান, মুকসুদপুর, গোপালগঞ্জ:

প্রকাশিত: ১২:৪৬, ৩০ এপ্রিল ২০২৫

একজন ভবানী শংকর বিশ্বাস

ছাত্রজীবনে দুরন্ত সাহসী ছিলেন ভবানী শংকর বিশ্বাস। এক সময় তিনি রাজনৈতিক কার্যক্রমে জড়িয়ে পড়েন। তিনি পাকিস্তান আমলে স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ভবানী শংকর বিশ্বাস ছিলেন পূর্ব পাকিস্তানের একজন প্রখ্যাত রাজনীতিবিদ এবং সমাজসেবক। তিনি ছাত্রজীবন থেকে রাজনীতিতে সক্রিয় ছিলেন।

ভবানী শংকর বিশ্বাস ছিলেন পূর্ব পাকিস্তানের একজন বিশিষ্ট রাজনীতিবিদ। তিনি ১৯৫৪ সালে প্রথমবার এবং ১৯৬২ সালে দ্বিতীয়বার স্বতন্ত্র প্রার্থী হিসেবে পূর্ব পাকিস্তান আইনসভায় (এমএলএ) নির্বাচিত হন। ১৯৬২ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত তিনি পূর্ব পাকিস্তান সরকারের স্বাস্থ্য, শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

হিন্দু সম্প্রদায়ের দেশত্যাগ এবং সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভবানী শংকর বিশ্বাস হিন্দু সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা এবং তফসিলি সম্প্রদায়ের জন্য সংরক্ষণ পদ্ধতি প্রবর্তনের পক্ষে ছিলেন। ভবানী শংকর বিশ্বাস একজন প্রজ্ঞাবান এবং দূরদৃষ্টিসম্পন্ন রাজনীতিবিদ হিসেবেও পরিচিত ছিলেন।

তদানীন্তন বৃহত্তর ফরিদপুর জেলার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মাঝিগাতী গ্রামে ১৯১৮ সালে পিতা স্বর্গীয় হরিবর বিশ্বাসের ঘর আলো করে তিনি জন্ম নিয়েছিলেন। মাতার নাম স্বর্গীয়া গান্ধারী বিশ্বাস।

১৯৪৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক লাভ করেন। তার পুত্র দুলাল বিশ্বাস বাংলাদেশের ন্যাশনাল ফেডারেশন অব ইয়ুথ অর্গানাইজেশনের সভাপতি ছিলেন। ভবানী শংকর বিশ্বাস ২০১১ সালের ২৭ জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার চেষ্টায় আমাদের এলাকার অনেক উন্নয়ন সম্ভব হয়েছে। তিনি আমাদের জন্য এক অনন্য কৃতি। তার কৃতিত্বের জন্য মুকসুদপুরবাসী তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

আফরোজা

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার