ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ভূস্বর্গ কাশ্মীরে জঙ্গি হামলা, বাংলাদেশ কি নিরাপদ? 

ড. মোঃ আনোয়ার হোসেন

প্রকাশিত: ১৭:২২, ২৯ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:৩১, ২৯ এপ্রিল ২০২৫

ভূস্বর্গ কাশ্মীরে জঙ্গি হামলা, বাংলাদেশ কি নিরাপদ? 

ছবি: সংগৃহীত

সম্প্রতি ভারতের উগ্রপন্থীরা ভূস্বর্গক্ষেত কাশ্মীরে পেহেলগাম এ হামলা চালায়। সর্বশেষ আমার জানা মতে ২৬ জন ভারতীয় ও একজন ইতালির পর্যটককে জঙ্গিরা হত্যা করে। ভারতীয় কিছু সূত্র জানাচ্ছে, মৃতের সংখ্যা বাড়তে পারে। নিহতদের মধ্যে পশ্চিমবঙ্গের তিনজন বাঙালি যুবকও রয়েছেন। মুসলিম বলেও নাকি নিস্তার মেলে নাই। এ নিয়ে ভারতীয় জনতা খুব উত্তেজিত, তারা দেরি না করে বদলা নিতে ঝাঁপিয়ে পড়ার কথা বলছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সফর দ্রুত শেষ করে শুক্রবার রাতে ফেরেন। রাষ্ট্রপতি তার সফর কাটসার্ট করে দেশে ফেরেন। ফিরেছেন অর্থমন্ত্রীও। ভারতের মানুষ চাচ্ছে প্রতিশোধ। কাকে আক্রমণ করতে হবে? এই হত্যাকারীদের যারা পাঠিয়েছে, অর্থাৎ তাদের দৃষ্টিতে পাকিস্তানকে তারা বুঝিয়েছেন।

এ বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, রাশিয়া প্রেসিডেন্ট পুতিন, সৌদি আরবের প্রিন্স এমবিএস খ্যাত সালমান এবং ইসরাইল ও ইউরোপের সকল অ্যাম্বাসেডর/হাই কমিশনারগণ বলেন, এ লড়াইয়ে তারা ভারতের পক্ষে রয়েছেন। ভারতের প্রতিবেশী নেপাল ভুটান ও শ্রীলঙ্কাসহ সহ অন্যান্য রাষ্ট্রগুলোর পক্ষ হতে প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট বিবৃতি প্রদান করেছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেন অবশ্য এক তীব্র প্রতিক্রিয়ায় বলেছেন, সারা বিশ্ব যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, বাংলাদেশ তাদের সঙ্গে রয়েছেন। তিনি নিহত ও আহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। চীন সমবেদনা জ্ঞাপন করেছেন।

বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা হয়ত কাশ্মীর নিয়ে শীঘ্রই আরেকটি যুদ্ধ দেখতে পাবো। এ যুদ্ধ প্রাথমিকভাবে ভারতের সঙ্গে পাকিস্তানের শুরু হতে পারে। আর সেটা যদি পরিপূর্ণ যুদ্ধ নাও হয়, তবে সার্জিক্যাল স্ট্রাইক হলেও হতে পারে। তবে সেটা আফগানিস্তানেও ছড়িয়ে পড়তে পারে। এটি ভারতবর্ষের মাটিতেও ছড়িয়ে পড়তে পারে এবং বাংলাদেশেও এর আঁচ লাগতে পারে । এটি যেখানে শুরু হলো তাকে ভারতবর্ষের প্রাকৃতিক ভূস্বর্গ বলা হয়। পৃথিবীর ভূস্বর্গ বলা হয় সুইজারল্যান্ডকে। অপরূপ প্রাকৃতিক লীলাভূমি ভারত অধ্যুষিত জম্মু ও কাশ্মীর, সে এলাকাকে কেন্দ্র করে ভারতের কেন্দ্রীয় সরকার যে অপতৎপরতা চালাচ্ছে, এ কারণে সেখানকার অধিবাসীদের মনে ভারত সরকারের প্রতি যে বিক্ষোভ ও বিদ্রোহী মনোভাব রয়েছে। সে বিক্ষোভকে পুঁজি করে আজাদ কাশ্মীর বলে পরিচিত যে কাশ্মীর রয়েছে, এর সঙ্গে জম্মু-কাশ্মীর একত্রিত হওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছেন। বিনিময়ে ভারত সরকার তাদেরকে স্বায়ত্তশাসন সহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করেন। এতে কোন লাভ হয় নাই। বরং উগ্র হিন্দুত্ববাদীরা সেখানে প্যালেস্টাইনের গাজার মত ধ্বংসযজ্ঞ বা পোড়ামাটি নীতি অনুসরণ করার জন্য ভারত সরকারকে প্রতিনিয়ত চাপ সৃষ্টি করছেন। এরই ধারাবাহিকতায় কাশ্মীর সব সময় উত্তপ্ত থাকে। কাশ্মীরের মোট জনসংখ্যার ৯৮% মুসলমান হওয়ায়, ভারত সরকার ও বিষয়টি নিয়ে বেশ চাপে রয়েছেন। ৯৮% মুসলমান আলাদা রাষ্ট্র গড়ার জন্য একাট্টা হয়েছেন। অর্থাৎ অঞ্চলটি ভারতের জন্য অ্যাটম বোমার মতোই ভয়াবহ। 
এবার আসছি বাংলাদেশসহ বিশ্বব্যাপী জঙ্গিবাদ নিয়ে। জঙ্গি শব্দের অর্থ লড়াকু যোদ্ধা । যা ফরাসি শব্দ। জঙ্গি শব্দের অর্থ যুদ্ধবিদও। যদিও শব্দটির অর্থ সর্বজন স্বীকৃত নয়। এ শব্দটির সঙ্গে বাংলাদেশের মানুষ খুব বেশি পরিচিত ছিল না। ইরাক ও ইরানের যুদ্ধের পর খ্রিষ্টান ও ইয়াহুদীরা বাংলাদেশে এই শব্দটি আমদানি করেন। পৃথিবীর অনেক কম গুরুত্বপূর্ণ শব্দের ও একটা সুস্পষ্ট ব্যাখ্যা থাকে। বিশেষ করে পশ্চিমারা সবার আগে এসব ব্যাখ্যা দিয়ে থাকেন। আমরা লক্ষ্য করছি, এরকম একটা বিশ্বব্যাপী আলোচিত শব্দ জঙ্গি কে আমেরিকা ইউরোপ ইহুদি বৌদ্ধরা সুনির্দিষ্ট সংজ্ঞা বা অর্থ নির্ধারণ করে দেয় নাই। কারণ শব্দটির মূল অর্থাৎ পজেটিভ দিক পৃথিবীর অধিকাংশ মুসলমানের সঙ্গে মিলে যাবে। অন্যদিকে এর অপব্যাখ্যার দিকটা অর্থাৎ নেগেটিভ দিক অধিকাংশ ক্ষেত্রেই উগ্র ইয়াহুদী, উগ্র খ্রিষ্টান, উগ্র বুদ্ধিস্ট ও অন্যান্য উগ্র পন্থীদের সঙ্গে মিলে যাবে। জঙ্গি শব্দটিকে তারা মনের মাধুরী মিশিয়ে যখন ট্যাগ লাগিয়ে সুবিধা গ্রহণ করে। তারা যে অর্থে এই ট্যাগ দেন তা ইসরাইলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর সঙ্গে মিলে যায়। আর প্রকৃত অর্থ বা পজেটিভ দিকটা ফিলিস্তিনের মুক্তি কামি মানুষের সঙ্গে মিলে যায়। জঙ্গি শব্দটিকে তারা যে অর্থে ব্যবহার করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও জুতসই হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ও ভালো মানাবে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতিদর নরেন্দ্র মোদির আচরণের সঙ্গেতো একেবারে সোনায় সোহাগা।

এবার আসি বাংলাদেশের মানুষের সঙ্গে শব্দটি কতটুকু মেলে, উহা এক নজরে দেখে নেওয়া যাক। বাংলাদেশে গত বছর যারা কোটা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজসহ দেশব্যাপী বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় এর ছাত্রদের উপর নারকীয় তাণ্ডব চালিয়েছে। যারা কোটা বিরোধী অহিংস আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়েছে। জঙ্গি-সন্ত্রাস শব্দটি তাদের সঙ্গেও খুব যুৎসই হবে। অন্যদিকে যারা বাংলাদেশের থানায় আগুন ধরিয়ে দেয়, পুলিশের গাড়িগুলো ভাঙচুর করে ও জ্বালিয়ে দেয়, মেট্রোরেলে আগুন ধরিয়ে দেয়। তৎকালীন সরকার পরাজিত হয়ে পালিয়ে যাওয়ার পর, তাদের বাড়িঘর ও ব্যবসা-বাণিজ্যে হরিলুট করে ও আগুন ধরিয়ে দেয়, তাদের নামের সঙ্গেও জঙ্গি-সন্ত্রাস শব্দটি অর্থে মিলে যায়। যারা ৩২ নম্বরে আগুন ধরিয়ে দেয়। যারা বিদেশে বসে জাতীয় নেতাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার জন্য উসকানি দিচ্ছেন এবং আগুন ধরিয়ে পৈশাচিক হাসি হাঁসছেন, তাদেরকেও জঙ্গি-সন্ত্রাস বলা যায়। 

বর্তমানে ভারতে মুসলিম নেতারা কিছু বললেই জঙ্গি ট্যাগ লাগিয়ে দিচ্ছেন, অন্যদিকে গুজরাটের কসাই পশুর মত মুসলিম নিধন বা জবাই করলে সে হয় পৃথিবীর সঙ্গী। তবে বর্তমানে এই শব্দ দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পশ্চিমাদের দ্বারা সৃষ্ট অথবা তাদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অস্ত্রধারী দল বা গোষ্ঠীকে জঙ্গিবাদ বলা হয়, নিন্দা বা সন্ত্রাসবাদী অর্থে। তবে জঙ্গি যখন আদর্শ ছুত হয়ে যায়, তখন এটা আর সৎ যোদ্ধা পর্যায়ে পড়ে না। আমি মনে করি এক্সট্রিমিস্ট বা জঙ্গিবাদ বা উগ্রবাদ,অতি উদ্যমী বা চরমপন্থি মতবাদের প্রতিষ্ঠা করার উদ্দেশ্য নিয়ে নিয়োজিত কার্যক্রম, যেকোনো মতের উগ্রতাই উগ্রবাদ বা জঙ্গিবাদ। ইদানীং কালে আমাদের সুশীল সমাজ জঙ্গি এবং সন্ত্রাসী নিয়ে খুবই নীরব ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। যা ভাবিয়ে তুলছে। একটা সময় দেখতাম তাদের মুখে জঙ্গি জঙ্গি বলতে যেন খই ফুটছে। হে সুশীল তোমরা শুনতে কি পাও এ কথা আমার ?
এ লেখার মাঝে আমার একটি কথা মনে পড়ে গেল। ফেসবুকে কিছু শব্দ পোস্ট করার জন্য, সাবেক একজন মেধাবী ছাত্রীকে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয়টির ছাত্ররা। আমি গত অক্টোবর মাসে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গমন করি। আমার উদ্দেশ্য ছিল এ বিষয়ে কথা বলা। আমি চা পানরত অবস্থায় ছাত্রদের জিজ্ঞেস করলাম, গতকাল তোমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করলে কেন? তারা বলল, সে আমাদের আবু সাঈদকে নিয়ে মন্তব্য করেছে। আমি জিজ্ঞেস করলাম সে কি বলেছে ? তারা বলল বিষয়টি নাকি মীমাংসিত সত্য নয়, রাগান্বিত হয়ে বলল সারাদেশ চোখে দেখছে পুলিশ যে তাকে গুলি করেছে, সে দেখা নাই। আমি উত্তর দিলাম মীমাংসিত সত্য নয় বলতে সে বুঝিয়েছে আদালত এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত দেয় নাই। আমি তাদের খুবই উত্তেজিত দেখতে পেলাম। এক পর্যায়ে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা সত্য করে বলো তো, ঐদিন যাকে অবাঞ্ছিত ঘোষণা করেছো যদি তাকে সামনে পেতে, তোমার কি করতে। তারা উত্তর দিল, তাকে আমরা টুকরো টুকরো করে ফেলতাম। এখন আমি আমার প্রিয় পাঠক আপনাদের প্রতি এ বিষয়ে জানতে চাই, এটা কিসের সংজ্ঞার মধ্যে পড়ে? আমি অবশ্য পরে তাদেরকে বোঝাতে সক্ষম হলাম যে তারা ভুল ধারণার উপর রয়েছে। এবার আমি প্রিয়জনের ভাষায় বলি। সুশীল সমাজের চিন্তাভাবনা বুঝা বড় দায়। নিজের দেশে জঙ্গী-জিহাদীদের ক্ষমতায়নের গ্রাউন্ড তৈরি করে দিয়ে কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে তাদের আহা-উহুঁ করার যে বিষয়টা! আরেকটু এককাঠি সরেস সুশীলদের বক্তব্য, ‘জঙ্গিরা আর যাই হোক পর্যটকদের ওপর হামলা করে না।’ ভালোই!বাংলাদেশ কাশ্মীর হওয়া পর্যন্ত শুধু অপেক্ষা করেন। জঙ্গী কাকে বলে, কত প্রকার ও কী কী, এটা সবার আগে আপনারাই টের পাবেন। আমিও উপরের ঘটনাগুলোর আলোকে যারা এ সকল নেতিবাচক কার্যক্রম করে পৃথিবীকে অশান্ত করে তুলছেন, তাদেরকে জঙ্গি ও সন্ত্রাসী ট্যাগ লাগিয়ে দিলাম এবং কাজটি বেশ করেছি মনে করে আমি খুবই খুশি। 

লেখক: ড. মোঃ আনোয়ার হোসেন
প্রেসিডেন্ট আন্তর্জাতিক মাদকবিরোধী সংগঠন ফ্রিডম ইন্টারন্যাশনাল এন্টি অ্যালকোহল।

ফারুক

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার